আজকাল পৃথিবীর সব জায়গায় স্মার্ট ফোনের ব্যবহার যথেষ্ট বেড়েছে। পাল্লা দিয়ে বেড়েছে সেলফি তোলার নেশা। বাড়ছে রেল দুর্ঘটনা। মনে করা হচ্ছে কাজের সময় ফোনে মনোনিবেশ করার ফলেই এই দুর্ঘটনা হওয়ার প্রবণতা বেড়ে গেছে। এই অবস্থার ওপর নিয়ন্ত্রণ রাখতে এবারে দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে কাজের সময় স্মার্ট ফোনের ব্যবহার করা যাবেনা। ৫ডিসেম্বর আদ্রা বিভাগে এই মর্মে একটি চিঠি পাঠিয়েছে রেল কর্তৃপক্ষ। সেখানে স্পষ্টভাবে লেখা রয়েছে কর্মরত অবস্থায় রেলের পাসিং স্টাফরা অর্থাৎ স্টেশন মাষ্টার, পয়েন্টসম্যান, শান্টিং স্টাফ, কেবিন ম্যান, গেট ম্যানের মত কর্মীরা স্মার্ট ফোন ব্যবহার করছেন। তাদের কাজের সময় আর স্মার্ট ফোন ব্যবহার করা যাবেনা। শুধুমাত্র ষ্টেশন ম্যানেজার, মুখ্য ইয়ার্ড মাস্টাররাই যখন তত্বাবধানের কাজ করবেন, তখন স্মার্ট ফোন ব্যবহার করতে পারবেন। এই বিষয়ে অনিয়ম যে কোনোভাবেই বরদাস্ত করা যাবেনা, তা চিঠিতে উল্লেখ করা হয়েছে। যাত্রীরাও রেলকর্মীদের এইভাবে ফোনে মগ্ন থাকার ব্যাপারে যথেষ্ট উদ্বিগ্ন। কাজের সময় ফোন নিয়ে থাকার জন্য তারা কাজে মনোসংযোগ করতে পারছেননা। তাই দুর্ঘটনা এড়ানো যাচ্ছেনা।
এইভাবে দুর্ঘটনা এড়াতে রেলকর্মীদের অফিসিয়ালি চিঠি দেওয়ায় এবং কাজের সময় ফোনের ব্যবহার নির্দেশ দেওয়ায় দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষকে সাধুবাদ জানাতেই হয়। কারণ দিনের পর দিন যেভাবে রেল দুর্ঘটনা বেড়ে যাচ্ছে, তাতে যাত্রীরা যথেষ্ট আতঙ্কিত। প্রতিদিন বাড়ি থেকে বেরিয়ে সময়মত বাড়ি পৌঁছতে না পারা অব্দি কেউই নিজেকে সুরক্ষিত মনে করছেননা।