জলের নিচে হাঙরের সাথে বলডান্স

 

টিভির পর্দায় কিংবা ছবিতেই হাঙ্গর দেখতে ভালো লাগে| সামনাসামনি দেখার সুযোগও অবশ্য খুব একটা হয়না| যতক্ষণ না কেউ সমুদ্রের নিচে যাচ্ছে ততক্ষণ হাঙর বা তিমির দেখা পাওয়া খুব কঠিন| যেখানে হাঙরের দেখা পাওয়াই কঠিন সেখানে হাঙরের সাথে বলরুম ডান্স করে ইন্টারনেটে রীতিমত ভাইরাল একজন ডুবুরি|

সম্প্রতি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলি ভরে ওঠে হাঙরের সাথে বল ডান্স করা একজন স্কুবা ড্রাইভারের ছবিতে| সেই পোস্টে দেখা যায়, একজন স্কুবা ড্রাইভার একটি হাঙরের রীতিমত জড়িয়ে ধরে নাচ করছে| স্বাভাবিকভাবেই এই ছবি দেখে তোলপাড় হয়েছে নেট দুনিয়া| নেটে ভাইরাল হওয়া ১৩ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা গেছে, সমুদ্রের নিচে প্রচুর মাছের মাঝে হঠাত অবতীর্ণ হওয়া এক স্কুবা ড্রাইভার একটি হাঙরের কোমর ধরে বল ডান্স করছে| তার একটি হাত রয়েছে হাঙরের  পিঠে এবং অপর হাতটি রয়েছে হাঙরের  একটি পাখনায়| এইভাবেই জলের তলায় চলছে আনন্দের সাথে এই যুগলের বল ডান্স| পরে অবশ্য জানা গেছে, এটি কোনো সমুদ্রের তলার দৃশ্য নয়| এটি আসলে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে| সেখানকার প্ল্যানেট নেপচুন ওসিয়ানেরিয়ামের অ্যাকোয়ারিয়ামের ভিতর হাঙরের সঙ্গে নেচেছেন ওই ডাইভার|  

এটা শেয়ার করতে পারো

...

Loading...