আজও খোঁজ চলছে আটলান্টিসের

স্বপ্নের নগরী আটলান্টিস।রূপকথার গল্পে বহুবার এই নগরীর উল্লেখ আমরা পেয়েছি।রূপকথার গল্পে জলের নিচে অবস্থিত একটি শহর বলেই পরিচিত এই আটলান্টিস।কিন্তু জলের নিচে এই নগরীর পত্তন করেছিল কে? নাকি কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে স্বপ্নের নগরী চলে গেছিলো জলের তলায়? কার্টুনে বা রূপকথার সিনেমাতে আমরা অনেকসময় দেখি জলের তলা থেকে জেগে উঠছে কোনো দৈত্যপুরী। কখনো বা মৎসকন্যারুপী পাতালবাসিনী রাজকন্যা জলের নিচের রাজপ্রাসাদ থেকে উঠে আসছে তার স্বপ্নের রাজপুত্রের জন্য। এইসব গল্প রূপকথায় আমার পড়েছি।কিন্তু গল্পও যে কিছু ক্ষেত্রে সত্যি হয়ে যায় তা তো মানবেন?

আটলান্টিসের উত্থান থেকে শুরু করে ধ্বংস সম্পূর্ণটাই গবেষকদের কাছে এক রহস্য। এই শহর কোথায় ছিল, কি কি ছিল এই শহরে তা নিয়ে যথেষ্ট সন্দেহে রয়েছেন গবেষকগণ। আটলান্টিস নিয়ে আজও গবেষণা চলছে। জানা গেছে, কোনো এক প্রাকৃতিক দুর্যোগের কারণে ধ্বংসের সম্মুখীন হয়েছিল এই নগরী। কারোর মতে, সুনামির মতো বড় কোনো প্রাকৃতিক দুর্যোগই ছিল এই শহরের ধ্বংসের পিছনে। ছোটবেলায় বারবার পড়া এই আটলান্টিস নামক কোনো শহর আদৌ কোনোদিন ছিল কিনা তা আমরাও জানি না। গুগলে সার্চ করলে গ্রিসের সান্তোরিনি শহরকে আটলান্টিস বলে দেখানো হয়। কিন্তু সত্যিই কি তাই? গ্রিক দার্শনিক প্লেটোর লেখনী থেকে এই শহর সম্পর্কে অনেক কথা জানা যায়।সেখান থেকেই জানা যায়, বিমিনির জলের নিচে আজও বর্তমান রয়েছে আটলান্টিসের অস্তিত্ব। সেই লেখা থেকে যায়, এই শহরটি ছিল জিব্রাল্টারের বড় পাথরের কাছাকাছি অবস্থিত একটি দ্বীপ। এই শহরকে বলা হতো হারকিউলিসের স্তম্ভ

আটলান্টিসের নামকরণ আটলান্টিক মহাসাগরের নামানুসারে দেওয়া হয়েছে মনে করা হলেও প্লেটো জানিয়েছেন, গ্রিসের সমুদ্রের দেবতা পোসাইডনের প্রথম সন্তান অ্যাটলাসের নাম অনুসারে এই শহরের নামকরণ করা হয়েছিল আটলান্টিস। প্লেটোর লেখা এবং অতীতের বেশ কিছু নথিপত্র থেকে জানা যায়, এই শহরটি প্রায় ১১ হাজার ৫০০ বছরের বেশি পুরোনো।জানা যায়, আটলান্টিস শহরটি একটি দ্বীপ থেকে শাসিত সাম্রাজ্য ছিল যেটি বর্তমানে ইউরোপের টাস্কানি শহর বলেই পরিচিত। সেই শহর থেকে আফ্রিকার মিশর পর্যন্ত তাদের সাম্রাজ্যের বিস্তার করেছিল।অতীতে প্রাপ্ত নথি থেকে জানা যায়, এই শহরে অন্য শহরের মতো মন্দির থেকে শুরু করে রাস্তাঘাট সবকিছুই ছিল। তবে এই শহর সম্পর্কে যাই জানা যাক না কেন আপাতত ধন্ধেই রয়েছেন গবেষকগণ। কেন এই শহর ধ্বংস হয়েছিল? কোনো প্রাকৃতিক কারণ নাকি সভ্যতার বিস্তৃতি কি দায়ী ছিল এই শহরের ধ্বংসের মূল কারণ? তার খোঁজ আজও চলছে। জলের নীচে থেকে কি কোনোদিনও উঠে আসবে আমাদের রূপকথার আটলান্টিস? উত্তরের খোঁজে রয়েছেন গবেষকগণ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...