খোঁজ মিললো ২৬৮ বছরের বহু পুরনো প্রজাতির তিমির

 

সম্প্রতি খোঁজ মিললো এমন এক তিমি মাছের যার বয়স কিনা ২৬৮ বছর| বিজ্ঞানীরা জানাচ্ছেন, ইউএসএ-র থেকে ২৫ বছরের বড় এই প্রজাতির তিমিগুলি| শুধু এই তিমি নয়| বিজ্ঞানীরা জানাচ্ছেন, এরকম প্রচুর সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী রয়েছে সমুদ্রের গভীরে| যাদের জীবনকাল স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি|

জানা গেছে, বো-হেড তিমির আয়ু মোটামুটি ২৬৮ বছর| এই তিমির বাস ছিল মূলত উত্তর মহাসাগরে| বিজ্ঞানীরা জানিয়েছেন, এর আগে তারা জানতেন এই তিমির জীবনকাল মোটামুটি ২১১ বছর| কিন্তু সম্প্রতি জানা গেছে, এই তিমির ২৬৮ বছরের বেশিও বাঁচতে পারে| জানা গেছে, অস্ট্রেলিয়ান গবেষকরা একধরনের জেনেটিক ঘড়ির ব্যবহার করছে এইসব প্রানীদের আয়ুকাল নির্ধারণের জন্য| কিন্তু তারা বলেছেন, তারা যে আয়ুকালের খোঁজ পায় তার থেকেও কমপক্ষে ৬০ বছর বেশি বাঁচে তিমিরা| বিজ্ঞানীরা প্রায় ৪২ ধরনের জিন এবং মিথাইলেশন নামক একধরনের কেমিকেল রিয়াকশন নিয়ে গবেষণা করার পরেই এই ব্যাখা করতে পেরেছেন|

এই তিমির খোঁজ মেলার সাথে সাথে জানা গেছে, এর আগেও নানা মেরুদণ্ডি প্রাণীর খোঁজ পাওয়া গেছে যারা স্বাভাবিক আয়ুকালের থেকে অনেক বেশি বেঁচেছিল| তবে ২৬৮ বছর পুরনো একটি তিমির খোঁজ মেলায় খুশির হাওয়া বিজ্ঞানমহলে| এই তিমির আবিষ্কার থেকে এই তিমির বিলুপ্তির কারণও জানা যাবে, এমনটাই আশা বিজ্ঞানীদের|     

এটা শেয়ার করতে পারো

...

Loading...