মহাকাশের কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে নানা গ্রহ নক্ষত্র| তাদের এক একটির এক একরকম বৈশিষ্ট্য| কেউ অত্যন্ত ভারী তো কেউ হালকা, কেউ গ্যাসে পূর্ণ তো কেউ ফাঁপা| কেউ আবার কটন ক্যান্ডির মতো ঘনত্বযুক্ত| হ্যাঁ, ঠিকই শুনেছেন| সম্প্রতি মহাকাশবিজ্ঞানীগণ খোঁজ পেয়েছেন এমন একটি গ্রহের যা সম্পূর্ণভাবে একটি কটন ক্যান্ডি বা সাধারণ ভাষায় যাকে বলে ‘বুড়ির চুল’ তার মতন ঘনত্বযুক্ত| জানা গেছে, সদ্য আবিষ্কৃত এই গ্রহটি যে নক্ষত্রকে প্রদক্ষিণ করছে তা সম্পূর্ণভাবে আমাদের সূর্যের মতন|
জানা গেছে, সদ্য খোঁজ পাওয়া গ্রহটির নাম ‘কেপলার ৫১’| এর আগে ২০১২ সালে এই গ্রহটি মহাকাশচারীদের হাবল টেলিস্কোপের মাধ্যমে ধরা পড়েছিল| জানা গেছে, এই গ্রহটি আকারে প্রায় জুপিটার গ্রহের কাছাকাছি| কিন্তু আকার বিশাল হলেও এই গ্রহগুলির ভর জুপিটারের তুলনায় অনেকটাই কম| এর থেকে বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে আসেন যে, এই গ্রহগুলির অভ্যন্তরীণ ঘনত্ব খুবই কম| বিজ্ঞানীরা জানাচ্ছেন, ২০১৪ সাল পর্যন্ত এই গ্রহগুলির ভর সঠিকভাবে জানা যায়নি| হাবল স্পেস টেলিস্কোপের পর্যবেক্ষণ অনুযায়ী নাসা জানিয়েছে, পাথর বা জলের বদলে এই নক্ষত্রগুলির অভ্যন্তর তৈরী হয়েছে মূলত ‘স্টাইরোফোম’ নামক একধরনের পদার্থ দিয়ে| ‘সুপার পাফি’ এই গ্রহগুলিকে মহাকাশের বেলুন বলেও আখ্যা দেওয়া হচ্ছে| জানা গেছে, জুপিটারের আকারের হলেও জুপিটারের থেকে প্রায় ১০০ গুন হালকা কেপলার-৫১ সিরিজ|