গ্লোবাল ওয়ার্মিং থেকে পৃথিবীকে বাঁচাবে ব্যাকটেরিয়া

ইসরায়েলি বিজ্ঞানীরা সম্প্রতি আবিষ্কার করেছেন এমন একধরনের ব্যাকটেরিয়ার যার খাদ্য শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড| জানা গেছে, এই ব্যাকটেরিয়াটি নিজেই তার শরীরেই সমস্ত বায়োমাস তৈরী করে|পরিবেশ থেকে কার্বন নিয়ে বায়োমাস তৈরী করে এই ব্যাকটেরিয়া| গবেষকদের সন্দেহ, এই ব্যাকটেরিয়াই পরিবেশে গ্রিনহাউস গ্যাস অ্যাকুমুলেশন কমাতে সাহায্য করবে| আর এরফলে স্বাভাবিকভাবেই গ্লোবাল ওয়ার্মিং কমবে|

সেল জার্নালে প্রকাশিত এই গবেষণার রিপোর্ট থেকে জানা গেছে, প্রায় এক দশকের গবেষণার ফলে অবশেষে এই ব্যাকটেরিয়া আবিষ্কার করতে সমর্থ হয়েছেন তাঁরা| জানা গেছে, ইসরায়েলের গবেষকরা ই. কোলাই ব্যাকটেরিয়া যারা শর্করা খেয়ে পরিবেশে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করে তাদের শরীরিক কাজকর্মের রিপ্রোগ্রামিং করেন যার ফলে তারা পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে শর্করা তৈরী করে নিজেদের শারীরিক বৃদ্ধির জন্য| এই ব্যাকটেরিয়ার দেহে একধরনের বিশেষ জিনের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা যে জিনটি বিজ্ঞানীরা কৃত্রিমভাবে ব্যাকটেরিয়া তৈরীর সময় কাজে লাগান| এছাড়াও বিজ্ঞানীরা এই ব্যাকটেরিয়ার দেহে এমন একধরনের জিনের প্রবেশ ঘটান যা ফরমেট নামক একধরনের দ্রব্য থেকে তাদের প্রয়োজনীয় শক্তি সংগ্রহ করে নিতে পারে| শুধুমাত্র তাদের খাদ্যাভাসে পরিবর্তন আনাই নয় তাদের যাতে শর্করা গ্রহণ থেকে সম্পূর্ণ সরানো যায় তাও নিশ্চিত করেন বিজ্ঞানীরা|

গবেষকরা জানিয়েছেন, গবেষণার প্রতি পদক্ষেপে তারা কালচার করা ব্যাকটেরিয়ার জন্য শর্করার পরিমাণ ধীরে ধীরে কমিয়েছেন যাতে ব্যাকটেরিয়াগুলি অতিরিক্ত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড এবং ফরমেট গ্রহণ করতে পারে| বিজ্ঞানীদের আশা, ব্যাক্টেরিয়াদের এই ‘হেলদি হ্যাবিট’ একসময় পৃথিবীর পরিবেশও অনেকটাই হেলদি করে তুলবে|  

এটা শেয়ার করতে পারো

...

Loading...