ইংলিশ চ্যানেলের ডলফিনদের শরীরে পাওয়া গেল উদ্বেগজনক টক্সিন

সম্প্রতি ইংলিশ চ্যানেলের বটেলনোজ(বোতলের মত নাক) ডলফিনের শরীরে পাওয়া গেল উদ্বেগজনক উচ্চ ঘনত্বের টক্সিন বা একজাতীয় বিষাক্ত ক্ষার... যা যেকোনো প্রাণীর জন্য ক্ষতিকারক।

গত বৃহস্পতিবার, ১২ই সেপ্টেম্বর প্রকাশ পাওয়া একটি গবেষণা থেকে এই তথ্য জানা যায়। ডলফিনের ত্বকে ও ত্বক সংলগ্ন ব্লাবারে এই টক্সিনের উপস্থিতি পরিলক্ষিত হয়। বিজ্ঞানীরা উপকূলে বসবাসকারী স্তন্যপায়ী প্রাণীদের নিয়ে পর্যবেক্ষণ করে এই প্রতিবেদনটি সায়েন্স রিপোর্ট জার্নালে প্রকাশ করেন।

কিছু টক্সিন যা স্তন্যপায়ী প্রাণীদের দুধের মধ্যে মিশে যায়, যা সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীদের জন্মের সঙ্গে সংযুক্ত। কিছু লং-লাস্টিং কেমিক্যালস পিওপিএস(POPs) নাম পরিচিত, যা ক্যান্সার ও নানান মারাত্বক রোগের সঙ্গে সংযুক্ত, ১৯৭০ সাল থেকে ১৭৮০ সালের মধ্যে বিভিন্ন দেশে ব্যান করা হয়েছিল। কিন্তু সেইসব কেমিক্যাল সামুদ্রিক জীবজগতে এখন বহু পরিমানে পাওয়া যাচ্ছে।

এইসব কেমিক্যালগুলি খাদ্য-খাদকের সম্পর্কে বিভিন্ন প্রাণীতে সঞ্চারিত হয়। এর মধ্যে একটি কেমিক্যাল ফ্যামিলির নাম পলিক্লোরিনেটেড বাইফিনাইল(PCBs)... পেইন্ট ও আগুন নেভানোর ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট থেকে বৈদ্যুতিক তার ও হাইড্রোলিক ফ্লুইড এর উৎপাদনে এই কেমিক্যালটি ব্যবহার করা হয়।

বেলজিয়ামের ‘উনিভার্সিটি অফ লীএজ’ এই গবেষণা করা হয়, যেখানে বেশ কিছু ডলফিন তিমি পর্যবেক্ষণ করে এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এই গবেষণা বলছে, “এখনো ইউরোপের তিমি ও ওই জাতীয় প্রাণীদের হ্রাসের মুখ্য কারণ জলে এই উচ্চ পিসিবি-এর ঘনত্ব।

এটা শেয়ার করতে পারো

...

Loading...