টুনা মাছ, অনেকেই নাম শুনেছেন, আবার অনেকে চেখেও দেখেছেন। এটি প্রধানত নোনা জলের মাছ। সম্প্রতি আবিষ্কৃত এমন একটি রোবট মাছ, যার নাম ‘টুনাবট’, যা দেখতে টুনা মাছের মত, নড়াচড়া করে টুনা মাছের মত, আর সাঁতারও কাটে টুনা মাছের মত। ফিস মুভিং মেকানিজমকে আরও ভালো ও দ্রুত করার জন্য দ্য উনিভার্সিটি ও ভার্জিনিয়া-র গবেষকরা এই রোবট মাছটি তৈরি করেছেন|
গবেষকদের প্রকাশ পাওয়া একটি রিপোর্ট থেকে জানা যায়, গবেষক হিলারি বার্ট-স্মিথ ও তাঁর টিম আবিষ্কার করেছেন এই রোবট মাছটি। তাঁরা টুনা ও ম্যাকেরাল মাছের দ্রুত সাঁতারের দক্ষতার ওপর ভিত্তি করে এটি তৈরি করেছেন|
‘টুনাবট’-এর দৈর্ঘ্য ২৫ সেন্টিমিটার, আর এটিতে কোনো ফিন্স অর্থাৎ পাখনা নেই| এই ‘টুনাবট’-এর একটি ছোট ভিডিও টুইটারে @SciRobotics অ্যাকাউন্টে শেয়ার করা হয়:
Inspired by the speedy fin-flapping capabilities of tuna and mackerel, the “Tunabot” by @UVAEngineers, @MCZHarvard was able to travel four body lengths per second, faster than most #fish -inspired #robots. https://t.co/cwhpFzgAOx ($) pic.twitter.com/HqJflQXFD7
— Science Robotics (@SciRobotics) September 18, 2019
জানা যায়, এই রোবট মাছটি শরীরের পিছনের অংশ আন্দোলিত করে, প্রতি সেকেন্ডে ১ মিটার পর্যন্ত সাঁতার কাটতে পারে, অর্থাৎ প্রতি সেকেন্ডে নিজের শরীরের দৈর্ঘ্যের ৪গুন এগিয়ে যেতে পারে।
হিলারি জানিয়েছেন, গবেষকরা এটিতে কিছু 'সেন্সর' যুক্ত করার কাজে নিযুক্ত, যা অবশেষে একটি ‘আন্ডারওয়াটার স্পাই’ হিসাবে কাজ করবে। উদ্দেশ্য একটাই, এটি জলের তলায় হওয়া “নেফারিয়াস”(Nefarious) অর্থাৎ অসাধু কাজকর্মের উপর নজরদারি করা।