কথায় বলে ইতিহাসের পুনরাবৃত্তি হয়। আর সেই পুনরাবৃত্তি বারবারই প্রত্যক্ষ করেছেন বিজ্ঞানীরা। নানা ক্ষেত্রে তারা ইতিহাসের পুনরাবৃত্তির কথা জানিয়েছেন। একসময়ের বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণী হঠাৎ ফিরে এসেছে পৃথিবীর বুকে। একসময় পৃথিবীর বুকে ঘুরে বেড়ানো প্রাণী একটি নির্দিষ্ট সময়ের পরে বিলুপ্ত হয়ে যাবে এটাই ভবিষ্যৎ। আর কালের নিয়মেই একসময় পৃথিবীর বুক থেকে হারিয়ে গেছিলো ডাইনোসর থেকে শুরু করে অ্যালডব্রা রেল। ডাইনোসর নামটি চেনা হলেও পরের নামটি কিন্তু অজানা লাগছে। তাই তো? এই অজানা প্রাণীটি আসলে একধরণের পাখি যারা এই পৃথিবীর বুকে বাস করতো আজ থেকে লক্ষাধিক বছর আগে। তারাই আবার ফিরে এসেছে তাদের আগের বাসস্থানে।
শুনে অবাক লাগছে? হ্যাঁ, অবাক হওয়াটাই স্বাভাবিক। পক্ষীবিজ্ঞানীরা নিজেরাই এই ঘটনায় চমকে গেছেন। তারা জানালেন,অ্যালডব্রা রেল নামক এই হারিয়ে যাওয়া পাখিটি আসলে ১ লক্ষ ৩৬ হাজার বছর আগেই পৃথিবী থেকে বিদায় নিয়েছিল। এই পাখিটি ছিল মুরগি আর বকের সংমিশ্রনের মতো দেখতে। লম্বাটে গলা এবং গোলাকার শরীরযুক্ত এই পাখি নিয়ে বিজ্ঞানীদের মনে প্রশ্ন কম নেই। আজ থেকে হাজার হাজার বছর আগে এই পাখির জীবাশ্ম পাওয়া গেছিলো ভারত মহাসাগরের অ্যালডব্রা অ্যাটল অঞ্চলে। এই জায়গার নাম অনুযায়ী এই পাখির নামকরণ করা হয় অ্যালডব্রা রেল।
সম্প্রতি এই একই অঞ্চলে আবার খোঁজ মিলেছে এই পাখির। তবে এবার আর জীবাশ্ম নয়। জীবন্ত পাখির খোঁজ মিলেছে ওই একই অঞ্চলে। বিজ্ঞানীরা জানাচ্ছেন, 'ইটারেটিভ ইভোলিউশন'-এর ফলে একসময় বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণী আবারও ফিরে আসতে পারে। যেমনটা হয়েছিল সিমলিপালে। সেখানে ১০০ বছর পর খোঁজ মিলেছিল লাউডগা গোত্রের একপ্রকার সাপের। সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটলো আবার। বিজ্ঞানীরা জানাচ্ছেন, বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণীর এইভাবে পৃথিবীতে ফিরে আসার ঘটনা প্রথম নয়। এর আগে নানা সময় এরকম ঘটনা জীব বিবর্তনের ইতিহাসে উঠে আসলেও বিজ্ঞানীরা মানছেন, এই ঘটনাটি বিরল।