বিজ্ঞানে প্রয়োজন অর্থ

বিজ্ঞানী সিএনআর রাও মনে করেন বিজ্ঞান পঠনপাঠন ও গবেষণায়ে আরও বেশি অর্থ বরাদ্দ করা উচিত| বিজ্ঞান পঠন পাঠন ও গবেষণায়ে আরও বেশি অর্থ বরাদ্দ হলে পড়াশনার মান আরও বাড়বে বলেও জানান তিনি| গত মঙ্গলবার নন্দনে প্রেসিডেন্সির সমাবর্তনেতাঁকে সাম্মানিক ডিএসসি দেওয়া হয়| সেখানেই তিনি জানান যে রাজ্য তথা দেশকে যদি বিজ্ঞান বিভাগে উন্নতি করতে হয় তাহলে আগে সরকারকে উদ্দ্যোগ নিতে হবে| অনেক ক্ষেত্রে দেখা গেছে যে পর্যাপ্ত স্কুলের অভাবে পঠনপাঠন ধাক্কা খাচ্ছে| দ্রুত সমাধান করার পরামর্শও দেন তিনি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...