মোনালিসার চোখে দর্শকের খোঁজ

মোনালিসা-ছবিটি নিয়ে বাঙালির প্রেমিক মহল একেবারে বিগলিত। প্রেমিকার চোখের সঙ্গে মোনালিসার চোখের তুলনা করেননি, এমন প্রেমিকের দেখা মেলা ভার। মোনালিসাকে নিয়ে তৈরী হয়েছে প্রচুর কবিতা, গল্প। বিভিন্ন কবি বা লেখক নিজেদের মত করে বর্ণনা করেছেন এই বিখ্যাত চিত্রশিল্পের চরিত্রটিকে। ছবিটি ইতালির বিখ্যাত শিল্পী লিওনার্দো দা ভিঞ্চির জগৎবিখ্যাত একটি ছবি তা আর বলে দিতে হবেনা। অনেক শিল্পী মনে করেন, ১৬ এর শতকে আঁকা এই ছবিটি আসলে ফ্লোরেন্টাইনের বণিক ফ্রান্সিসকো দ্য গিওকন্ডরের স্ত্রী লিসা গেরাদিনির। বিশ্ববিখ্যাত এই মহিলা প্রতিকৃতির চোখ ও তার স্বল্প হাসি মন কেড়েছিল সকলের। এই ছবিটি এখনো ফ্রান্সের একটি জাদুঘরে সঞ্চিত আছে যা দেখার জন্য আজও পর্যটকরা ছুটে যায় সেখানে।

সেই বিশ্ববিখ্যাত ছবিটি ঘিরে আছে নানা মিথ। মনে করা হয়, দর্শক যেই দিক দিয়েই এই চিত্রের দিকে তাকাক না কেন মোনালিসার চোখও সঙ্গে সঙ্গে ঘুরে যায় তার দিকে। কিন্তু ছবির এই বিশেষ ব্যাপারটিকে সম্প্রতি প্রকাশ করেছেন একদল বিশেষজ্ঞ। তারা পুরোপুরি  স্পষ্টভাবে জানিয়েছেন কেন ঘটে এরকম ঘটনা? সত্যিই কি প্রাণ আছে এই চিত্রের নাকি তা শুধুই চোখের ভুল? গবেষকদের দাবি, ব্যাপারটি মোটেও চোখের ভুল নয়। তাঁরা জানিয়েছেন, ছবিটিতে রয়েছে এক বিশেষ 'এফেক্ট' যার ফলে চোখের দৃষ্টির পরিবর্তন ঘটছে বলে বোধ হয়। জানা গেছে, মোনালিসার চোখ দর্শকের ডান দিকে ১৫.৪ ডিগ্রি কৌণিক অবস্থানে রয়েছে। জার্মানির এক মনোবিদ জানান, দর্শকের সমস্ত বিভ্রান্তির কারণ এই কৌণিক অবস্থানটিই।

'মোনালিসা এফেক্ট’ নামে পরিচিত এই এফেক্টটি আসলে সত্যি। দর্শকদের কথা মতো, ছবিটির দিকে সোজা বা ডানদিক ঘেঁষে  তাকালে তবেই দৃশ্যমান হয় এই এফেক্ট। তাই দীর্ঘক্ষণ চিত্রের দিকে তাকিয়ে থাকলে এই এফেক্টটি আর কাজ করে না তখন মোনালিসার চোখ ডানদিকে আছে বলেই মনে হয়। বিশেষজ্ঞদের দাবি, মায়া মানবী মোনালিসার চোখের জাদু আসলে কিংবদন্তি ধারণা মাত্র। এই নিয়ে গবেষণার সমস্ত তথ্য সম্প্রতি প্রকাশ পেয়েছে ওপেন অ্যাকসেস জার্নাল 'আই পারসেপশন'-এ।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...