ক্রিকেটে যেমন শচীন তেন্দুলকার, ফুটবলে যেমন লিওনেল মেসি, দাবায় যেমন বিশ্বনাথান আনন্দ, ঠিক তেমনই গ্রাঁ প্রি তে যদি কোনও কিংবদন্তীর নাম নেওয়া হয় তাহলে তিনি হলেন মাইকেল শ্যুমাখার। ২০১৩ সালে আল্পস পর্বতে স্কি দুর্ঘটনায় মাথায় চোট পেয়ে ৬বছর কোমায় ছিলেন তিনি। ৯১টি গ্রাঁ প্রি ও সাতটি বিশ্বখেতাব জয়ী এই জার্মান রেসারের শয্যাশায়ী হয়ে যাওয়াকে মেনে নিতে পারে নি অনেক ক্রীড়প্রেমী। অবশেষে দীর্ঘ সময়ের পর আবার সুস্থ্য হয়ে উঠছে শ্যুমাখার। সম্প্রতি প্যারিসের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই কার্ডিও ভ্যাসকুলার সার্জেন ফিলিপ মেনাসের তত্ত্বাবধানে ধীরে ধীরে চিকিৎসার সারা দিচ্ছেন এই কিংবদন্তী রেসার। যদিও হাসপাতালের পক্ষ থেকে এখনও তার সম্পূর্ণ সুস্থ্য হয়ে ওঠার খবর না দিলেও, আপাতত তিনি যে আগের থেকে অনেকটাই সুস্থ্য তা জানিয়েছেন তারা। দুর্ঘটনার পর প্রাথমিক ভাবে সুইজারল্যান্ডের বাড়িতে থেকেই চিকিৎসা চলছিল তার, পরবর্তী কালে পরিস্থিতি আরও গুরুতর হয়ে ওঠার ফলে তাকে আনা হয় প্যারিসে। সেখানেই ধীরে ধীরে সুস্থ্য হয়ে উঠছেন মাইকেল শ্যুমাখার। তার সুস্থ্য হয়ে ওঠার খবরে যথেষ্ট উচ্ছ্বসিত ক্রীড়া মহল।