School jobs: ৫ হাজার প্রধান শিক্ষিকা নিয়োগ প্রক্রিয়া চালুর উদ্যোগ নিল রাজ্য

রাজ্যে চাকরিপ্রার্থীদের অপেক্ষার অবসানে এবার উদ্যোগ নিল স্কুল শিক্ষা দপ্তর। প্রায় ৫ হাজার প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চালু করার প্রস্তুতি নিয়েছে তারা। এখন অপেক্ষা শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনের।

ভোট প্রক্রিয়া শেষের পরই নিয়োগ শুরু করেছে স্কুল শিক্ষা দপ্তর। ২০২২ সালের তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে প্রধান শিক্ষক-শিক্ষিকার শূন্যপদের সংখ্যা ছিল আড়াই হাজার। সেই সংখ্যাটাই ২০২৪ সালে প্রায় পাঁচ হাজারে এসে পৌঁছেছে। তাই দ্রুত নিয়োগ প্রক্রিয়া চালু করতে উদ্যোগী রাজ্য। ইতিমধ্যেই প্রধান শিক্ষক-শিক্ষিকা নিয়োগের বিধি প্রস্তুত। মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধায়াএর কাছে অনুমোদন চেয়ে চিঠি পাঠানো হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে। 

বর্তমানে রাজ্য থেকে দেশ সর্বত্রই চাকরি নিয়ে তুমুল অরাজকতা সৃষ্টি হয়েছে। আর এই সবের মধ্যে শিক্ষকতার চাকরি অন্যতম। তবে হয়ত এই নিয়োগ যথাযথভাবে হলে সাধারণ মানুষের মুখে হাসি ফুটবে। জীবিকার অনিশ্চয়তা থেকে মানুষ মুক্তি পাবে।   

এটা শেয়ার করতে পারো

...

Loading...