ঘোষিত হল ১৭ তম লোকসভা নির্বাচনের সময়সূচি। নির্বাচন কমিশনের তরফ থেকে গত রবিবার ১০ই মার্চ নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করে হয়। মুখ্য নির্বাচন কমিশনার, সুনীল অরোরা রবিবার নয়া দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক সম্মেলন করে লোকসভা নির্বাচনের নির্দিষ্ট দিনক্ষণ জানিয়ে দেন। ১১ই এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন।
এপ্রিলের ১১ তারিখ থেকে সারা দেশে মোট সাত দফায় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। শেষ দফার ভোট অনুষ্ঠিত হবে আগামী ১৯শে মে। আসন্ন নির্বাচনে সারা দেশের মোট ভোটার সংখ্যা ৯০ কোটির কাছাকাছি। নির্বাচন কমিশন সূত্রে জানা যায় ৯০ কোটি ভোটারের ভিতর নব্য ভোটার সংখ্যা প্রায় দেড় কোটি। লোকসভা নির্বাচনে ব্যবহার করা হবে ১৭.৪ লক্ষ ভিভিপ্যাট। সমস্ত ইলেকট্রিক ভোটিং মেশিনে থাকছে প্রার্থীদের ছবি। নির্বাচন কমিশনার সুনীল অরোরা জানিয়েছেন সারা দেশে ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা প্রায় দশ লক্ষ। প্রথম দফায় ভোট অনুষ্ঠিত হবে আগামী ১১ই এপ্রিল এরপর দ্বিতীয় দফায় ভোট ১৮ই এপ্রিল, তৃতীয় দফায় ভোট ২৩ এপ্রিল, চতুর্থ দফায় ভোট ২৯ এপ্রিল, পঞ্চম দফায় ভোট ৬ মে, ষষ্ঠ দফায় ভোট ১২ মে, সপ্তম দফায় ভোট ১৯ মে অনুষ্ঠিত হবে।
পশ্চিম বঙ্গের ৪২ টি লোকসভা আসনে ভোট গ্রহণ করা হবে সাত দফায়। ১১এপ্রিল, কোচবিহার এবং আলিপুরদুয়ার, এই দুইটি আসনে প্রথম দফার ভোট অনুষ্ঠিত হবে। ১৮এপ্রিল দ্বিতীয় দফার ভোট নেওয়া হবে জলপাইগুড়ি, রায়গঞ্জ এবং দার্জিলিং এই তিনটি আসনে। ২৩এপ্রিল তৃতীয় দফায় ভোট নেওয়া হবে মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, বালুরঘাট, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ এই পাঁচটি আসনে। মূলত নদিয়া-মুর্শিদাবাদ দুই বর্ধমান এবং বীরভূম এর আটটি আসন যথাক্রমে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বীরভূম, বোলপুর এবং বর্ধমান-দুর্গাপুর এবং আসানসোল-এ ২৯ এপ্রিল চতুর্থ দফার ভোট নেওয়া হবে। পঞ্চম দফায় ভোট নেওয়া হবে আগামী ৬ মে ,ভোট অনুষ্ঠিত হবে বনগাঁ, বারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, আরামবাগ এবং হুগলি- এই সাতটি আসনে। ১২ মে ষষ্ঠ দফার ভোট গ্রহণ করা হবে তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর,আটটি কেন্দ্রে। শেষ দফার ভোট নেওয়া হবে ১৯ মে। এই তারিখে ভোট গ্রহণ করা হবে দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, যাদবপুর, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ এবং ডায়মন্ডহারবার -এই নয়টি কেন্দ্রে।
চলতি বছরে ১৮ থেকে ১৯ বছর বয়সী ভোটারের সংখ্যা প্রায় দেড় কোটি। নতুন ভোটার সংখ্যার ভিতর এগিয়ে রয়েছে রাজস্থান। রাজস্থানে এ বছর নতুন ভোটার সংখ্যা রেজিস্টার হয়েছে প্রায় ২০ লক্ষ ৩০ হাজার। এবছরে লোক সভা নির্বাচনের আরো একটি গুরুত্বপূর্ণ দিক নারীদের ক্ষমতায়ন। ২০১৯ লোকসভা ভোটে মোট নারী ভোটারের সংখ্যা ৪৩ কোটি ২০ লক্ষ যা ২০১৪ সালে ছিল ৩৯ কোটি ৭০ লক্ষ। অর্থাৎ ২০১৪ এর তুলনায় ২০১৯ -এ নারী ভোটারের সংখ্যা বেড়েছে প্রায় ৮.৮ শতাংশ। এ বছর পুরুষ ভোটারের সংখ্যা ৪৬ কোটি ৫০ লক্ষ যা ২০১৪ র তুলনায় ৬.৪ শতাংশ বেশি। রূপান্তরকামী ভোট দাতাদের সংখ্যা এ বছর ৩৮,৩২৫ জন যা গত লোকসভা ভোটের তুলনায় বেড়েছে ৩৪ শতাংশ। ২০১৪র নির্বাচনে সারা দেশে ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ৯.৩ লক্ষ সেক্ষেত্রে এ বছরের ভোট কেন্দ্রের সংখ্যাও বেড়েছে ১ লক্ষ। চলতি বছরের ভোট কেন্দ্রের সংখ্যা সারা দেশে প্রায় ১০.৪ লক্ষ।