রাজ্য জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

দুপুর বেলায় রোদের চোখ রাঙ্গানি আর রাত নামলেই শীত শীত ভাব। এই বৈপরীত্য তাপমাত্রা নিয়ে নাজেহাল ছিল রাজ্যবাসি। কিন্তু আবহাওয়ায় দেখা গেল এক নয়া মোড়। বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ শক্তি বাড়ার জন্য আগামী দিন রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর রবিবার সন্ধ্যা থেকেই কলকাতার আকাশে মেঘ জমতে শুরু করে। কোথাও কোথাও আবার ছিটেফোঁটা বৃষ্টিও হয়েছে। রাতের দিকে ঠাণ্ডা হাওয়া বইতেও শুরু করে। সোমবার সকালে শহরে কোথাও কোথাও হালকা বৃষ্টি হয়েছে। সকাল থেকেই আকাশের মুখ থমকে রয়েছে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, কলকাতা, হাওড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকবে পাশাপাশি দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে যার জন্য আজ রাতের মধ্যে মৎস জীবিদের ফিরতে নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, শীত শীত ভাব থাকলেও শীত আপাতত আসছে না। নিম্নচাপের প্রভাবে তা আরও গোলমাল হয়ে গেল। শীতের প্রভাব আপাতত আটকে রইল মাঝপথেই।

এটা শেয়ার করতে পারো

...

Loading...