প্রথম ভারতীয় মহিলা হিসেবে উত্তর প্রণালী সাঁতার কেটে ইতিহাস গড়লেন সায়নী দাস

সাঁতার কেটে নর্থইস্ট পার করে ইতিহাস গড়লেন সায়নী দাস। তিনিই প্রথম ভারতীয় মহিলা, যিনি নর্থইস্ট পার করেছেন। প্রায় ১৩ ঘন্টা ২২ মিনিট ধরে সাঁতার কেটেছেন তিনি। সায়নী শুক্রবার অর্থাৎ ৩০শে অগস্ট প্রণালী অতিক্রম করতে সমুদ্রে নেমেছিলেন এবং শনিবার তিনি এই রেকর্ড জয় করেছেন।

উত্তর প্রণালী সমুদ্র পথ আইরিশ চ্যানেল বা নর্থ আইরিশ চ্যানেল নামেও পরিচিত। উত্তর প্রণালী ওশেন সেভেনসের অংশ যা সাতটি দীর্ঘ-দূরত্বের খোলা-জলে সাঁতারের একটি সিরিজ। এই প্রণালীতে সাঁতার কাটার জন্য অনুমতি নিতে হয় আইরিশ লং ডিসটেন্স সুইমিং অ্যাসোসিয়েশন (ILDSA) নর্থ চ্যানেলের। উত্তর আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডের মধ্যে ৩৪.৫ কিলোমিটার ধরে সাঁতার কাটা হয়। সমুদ্রের আবহাওয়া, স্রোত এবং সাঁতারুর গতির উপর নির্ভর করে নর্থইস্টের আসল দূরত্ব। এটি প্রায় ৪৫ কিলোমিটার অবধিও হতে পারে । মূলত জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে জোয়ারের সময় নর্থ চ্যানেলে সাঁতার কাটা হয়।

ভারতীয় কন্যা সায়নী দাস প্রথম থেকেই নিজের দক্ষতার প্রতি আস্থা রেখেছেন। তাই শুধুমাত্র এই জয় নয়, তার ঝুলিতে রয়েছে আরও নানান রেকর্ড-
১। ২০১৭ সালে - ইংল্যান্ড থেকে ফ্রান্স পর্যন্ত ইংলিশ চ্যানেলে সাঁতার কাটেন (৩৩.৫ কিমি) ।
২। ২০১৮ সালে- পশ্চিম অস্ট্রেলিয়ায় রটনেস্ট চ্যানেলটি পার করেন (১৯.৭ কিলোমিটার)।
৩। ২০১৯ সালে- সান্তা ক্যাটালিনা দ্বীপ থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়া পর্যন্ত ক্যাটালিনা চ্যানেলের অতিক্রম করেন (৩২.৩ কিমি)।
৪। ২০২২ সালে মোলোকাই দ্বীপ থেকে ওহু পর্যন্ত মোলোকাই চ্যানেলের পার করেন (৪২ কিমি)। তিনি এই চ্যানেল জয় করা প্রথম ভারতীয় মহিলা সাঁতারু।
৫।২০২৪ সালে- তিনি কুখ্যাত কুক প্রণালী জয় করেন।

এটা শেয়ার করতে পারো

...

Loading...