জল মানেই জীবন... ছোট থেকেই এই কথাটি শোনা যায়| একটা দিন আমরা খাবার না খেয়ে থাকতে পারি কিন্তু জল না খেয়ে থাকা যায় না| আর শুধু খাওয়া নয় দৈনন্দিন সব কাজেই আমাদের জলের প্রয়োজন হয়| প্রাণের প্রথম আবির্ভাব জলেই হয়, তাই জল অতি গুরুত্বপূর্ণ|
এখন দেশ জুড়ে চলছে জল বাঁচাও প্রকল্প| আজকের দিনটিকে(১২ জুলাই) রাজ্য সরকার প্রতি বছর 'সেভ ওয়াটার ডে' হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। কারণ যে হারে জলের অপচয় চলছে একটা দিন আসবে যখন দেশের কোথাও জল পাওয়া যবে না| কারণ ভূগর্ভে জলের স্তর অনেক নীচে নেমে গেছে, বিশেষত তামিলনাড়ু|
এই বিষয়ে অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশিত হয়েছে| এই ভিডিওটি তে একজন শিশু-শিল্পী, ওম মুখার্জী, খুব সুন্দরভাবে বুঝিয়েছে আমাদের ভারতে এমনও জায়গা আছে যেখানে মানুষ মাইলের পর মাইল যায় এক বালতি জল আনতে| এছাড়াও ভিডিওটিতে একটি গানের মাধ্যমে বোঝানো হয়েছে... জল বাঁচানো আমাদের মৌলিক কর্তব্য| দেশে জলের অভাব দিন দিন বাড়ছে৷| আমরা যদি জল না বাঁচাই আমাদের জীবনের উৎস হারিয়ে যাবে| জীবনের চিহ্ন মিটে যাবে এই ধরিত্রী থেকে| ভিডিওটি দেখতে চোখ রাখুন ইউটিউবে https://youtu.be/xxJzKvUBr-E তে|