ভারতে সৌদি প্রিন্সের বিনিয়োগ

সম্প্রতি ভারত সফরে এসেছিলেন সৌদি প্রিন্স মহম্মদ বিন সলমন। দুদিনের সফরে ভারতে এসেছিলেন সৌদি প্রিন্স। ভারত সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে এক যৌথ সম্মেলনে তিনি জানান ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করতে চায় সৌদি আরব।

প্রধানমন্ত্রীর সাথে সংবাদ সম্মেলনে সৌদি প্রিন্স মহম্মদ বিন সলমন জানান ভারতে বিনিয়োগের জন্য বিভিন্ন ক্ষেত্র রয়েছে আগামী বছরগুলিতে। জানা গেছে, এই সম্মেলনে সৌদি প্রিন্স জানিয়েছেন, আগামীতে ভারতে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চলেছে সৌদি আরব। ভারতীয় মুদ্রায় যার মূল্য দাঁড়াবে ৭লক্ষ ১০হাজার ৯৫০কোটি টাকা। সৌদি প্রিন্স মহম্মদ বিন সলমন প্রধানমন্ত্রীর সাথে যৌথ সম্মেলনে জানান, ভারতে বিনিয়োগের নানা ক্ষেত্রে যে সম্ভাবনা দেখা যাচ্ছে তাতে আগামী দুই বছরে ১০০০০ কোটি মার্কিন ডলারেরও বেশি বিনিয়োগ করতে ইচ্ছুক সৌদিআরব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই লগ্নি বাস্তব করবার কথা নিশ্চিত বার্তা জানান সৌদি প্রিন্স। এর ফলে দুই দেশই লাভবান হবে বলে জানান তিনি।

বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারী দেশ সৌদি আরব| এখানকার তেল রপ্তানিকারক সংস্থা ইতিমধ্যেই ভারতের পেট্রোরসায়ন এবং তৈল পরিশোধনাগার প্রকল্পে বিনিয়োগ করার জন্য বিভিন্ন ভারতীয় সংস্থার সাথে আলোচনা করেছে। সৌদির এরামকোর সিইও আমিন আল নাসির বলেন লগ্নি করার ক্ষেত্রে ভারতীয় সহযোগীরা তাদের প্রতিশ্রুতি জানিয়েছে। সবকিছু ভালোভাবে এগোবে বলে আশাবাদী তিনি। রত্নগিরি থেকে প্রকল্প সরিয়ে নেবার ব্যাপারে এই কথা জানান আমিন। বিনিয়োগের ক্ষেত্রে ভারতই তাদের কাছে অগ্রাধিকার পাবে। ভারতে বিভিন্ন সম্ভাবনার কথা মাথায় রেখে আমিন বলেন এদেশে বিনিয়োগের মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। এদেশে তেলের চাহিদা দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। তেলের চাহিদা মেটাতে সৌদি এরামকো ভারতে বছরে আট লক্ষ ব্যারেল তেল রপ্তানি করে থাকে।

বিশ্ব বাজারে ভারতের অপরিশোধিত তেলের বাজার তৈরী করার লক্ষ্যমাত্রা নিয়ে ভারতের সাথে কাজ করতে চাইছে সৌদিআরব। এই লক্ষ্যে ভারতের নাম করা কিছু সংস্থার সাথে মৌ চুক্তি সাক্ষর করে সৌদি আরব।

এটা শেয়ার করতে পারো

...

Loading...