বহু প্রতিষ্ঠিত এবং বিশ্বখ্যাত শতাব্দীপ্রাচীন ইংলিশ ফুটবল ক্লাব নিয়ে জোর চর্চা। ইংল্যান্ডের বেশ কিছু প্রথম শ্রেণীর দৈনিকে এই খবর প্রকাশ করা হয়েছে। শোনা যাচ্ছে, আরব দুনিয়ায় চলে যাবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড-এর মালিকানা। সৌদি রাজা মহম্মদ বিন সলমন এই নিয়ে তৃতীয়বার ম্যান ইউ-র মালিক হওয়ার আগ্রহ দেখিয়েছেন।
১৪ বছর ধরে ওল্ড ট্র্যাফোর্ডের মালিকানা রয়েছে গ্ল্যাজার্স পরিবারের হাতে। ২০০৫ সালে ম্যান ইউ কিনেছিল গ্ল্যাজার্সরা। এর আগেও দু'বার সৌদির রাজার প্রস্তাব ফিরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু ভারতীয় টাকায় প্রায় দু'হাজার পঁচাত্তর কোটি টাকা দিয়ে এই ক্লাব কিনতে চাইছেন সৌদি আরবের রাজা বিন সলমন। কাজেই এমন বড় অংকের বিনিময়ে যখন ক্লাবটি কিনতে চাইছেন সৌদির রাজা, সেখানে এই প্রস্তাব প্রত্যাখ্যান করা কতটা সম্ভব হবে, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু হয়েছে।
এখনও পর্যন্ত গ্ল্যাজার্সদের তরফে কোনও সবুজ সঙ্কেত দেওয়া হয়নি বলে জানা গেছে। যদিও গ্ল্যাজার্সরা তাদের ১৩ শতাংশ শেয়ার বিক্রি করার কথা ভাবছেন বলে সূত্রের খবর, তবে সরকারিভাবে কবে ক্লাবটির নিলাম হবে, তাও এখনও ঠিক হয়নি। কিন্তু ব্যক্তিগত স্তরে কথাবার্তা অনেকটাই এগিয়েছে বলেও সূত্রের খবর।
মাঠের বাইরের ঘটনা নিয়ে যদিও মাথা ঘামাচ্ছে না ক্লাবের ফুটবলাররা। তাঁরা নিজেদের পারফরম্যান্স উন্নত করতেই এই মুহূর্তে ব্যস্ত। তবে পর্যবেক্ষকদের মতে, সত্যিই যদি এই অর্থমূল্যে সৌদির রাজা ম্যান ইউ কিনে নেন, তাহলে তা বিশ্বের অন্যতম আশ্চর্যের এবং উল্লেখযোগ্য ঘটনা হবে তা বলাই বাহুল্য।