পুরুষদের অনুমোদন ছাড়াই এবার থেকে পাসপোর্ট হাতে পাবেন সৌদি আরবের মহিলারা

কোনো পুরুষ অভিভাবক ছাড়াই এবার থেকে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন সৌদি আরবের মহিলারা

ওকাজ নামক সেখানকার একটি সরকারি সংবাদপত্র ও স্থানীয় সংবাদমাধ্যমগুলি জানিয়েছে, এই নতুন নিয়মটি কেবলমাত্র ২১ পেরোনো মহিলাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

“আবেদনপত্র জমা দিলে দেশের যে কোনো নাগরিক পাসপোর্টের অনুমোদন পাবেন,” এমনটাই বিবৃতি দিচ্ছে ‘উম আল কারা’ নামক একটি সরকারি গেজেট প্রতিষ্ঠান।

মহিলাদের পাসপোর্ট রিনিউ থেকে দেশের বাইরে যাওয়া, এতদিন সব কিছুতেই দরকার হত একজন পুরুষ অভিভাবকের অনুমোদন, এমন কি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে গেলেও প্রয়োজন পড়তো একজন পুরুষ অভিভাবকের, সে ক্ষেত্রে শুধু স্বামী অথবা পিতাই নয়, পুত্র সন্তানও তাঁদের মায়েদের অনুমোদন প্রদানকারীর ভূমিকা পালন করতেন, এমনই অদ্ভুত নিয়ম। বৈষম্যের এই চেনা রীতি এতদিনে ভাঙতে চলেছে সৌদি আরবে।

বিগত কয়েক দশক ধরে, নারী অধিকার কর্মীরা এই ‘গার্ডিয়ানশিপ’ ব্যবস্থার বিরূদ্ধে লড়াই করে আসছেন, যা যুগ যুগ ধরে তাদের প্রাপ্য সমানাধিকার থেকে বঞ্চিত করে রেখেছে। সৌদি প্রিন্স মহম্মদ বিন সালমানের নির্দেশে এই দীর্ঘদিনের রীতি পরিবর্তন করার চেষ্টা চলছে। গত বছর পর্যন্ত ড্রাইভিং করা ও ফুটবল ম্যাচ দেখতে যাওয়ার মতো বিষয়গুলিতে অংশগ্রহণ করার অধিকার ছিল না সৌদি আরবের মহিলাদের, সালমানের তত্ত্বাবধানে সেই নিয়মগুলিও পরিবর্তন করা হয়। পাশাপাশি, দেশের অর্থনীতির ভীত মজবুত করতে কর্মপ্রতিষ্ঠানগুলিতে নারীদের যুক্ত করার ক্ষেত্রে প্রবল্ভাবে তাদের উতসাহিত করার পরিকল্পনা রয়েছে সরকারের।

সিরিয়া, ইরাক, ইরান, সৌদি আরবের মতো ইসলামিক দেশগুলিতে এখনও মহিলারা তাদের মৌলিক অধিকারগুলি থেকে ব্রাত্য। সৌদি আরবের আলেম’রা কোরানের দোহাই দিয়ে মহিলাদের উপর পুরুষের ক্ষমতা প্রদর্শনের ব্যাপারগুলিকে সমর্থন করেন।  

 ধর্মীয় যাজকেরা দীর্ঘদিন ধরে সৌদি জনগণের উদ্দেশ্যে প্রচার করে আসছেন, এক রাতের বেশি কোনো মহিলার বাড়ির বাইরে একা থাকা উচিৎ নয়। এ জাতীয় কথা নিঃসন্দেহে মানবতা লঙ্ঘনকারী বার্তা বহন করে। এর নেপথ্যে কোনো যুক্তির পরিবর্তে তারা ইসলামিক অনুশীলনের ব্যাখ্যা দেন।

যেখানে অন্যান্য ইসলামিক পন্ডিতেরা প্রবলভাবে বিষয়টির বিরোধিতা করেন ও তার্কিক প্রতিক্রিয়াস্বরূপ মনে করেন, কোরানের প্রাথমিক বিষয়গুলি সম্বন্ধে ভুল ব্যাখ্যা করা হচ্ছে। জাতি, ধর্ম, লিঙ্গ, বর্ণ নির্বিশেষে তাদের মধ্যে সমতা ও সন্মান বিরাজ করার কথা বলে কোরান।

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...