সর্ব কনিষ্ঠ পর্বতারোহী হিসেবে বিশ্বরেকর্ড গড়লেন সত্যরূপ সিদ্ধান্ত। বাঙালী হিসেবে এই যোগ্যতা অর্জন বিশেষ গর্বের। সত্যরূপ এন্টার্কটিকার সর্ব্বোচ্চ আগ্নেয়গিরি জয় করে নতুন বিশ্ব রেকর্ড গড়েলেন। তিনিই বিশ্বের সব চেয়ে কনিষ্ঠ পর্বতারোহী যিনি জয় করে ফেলেছেন সাতটি আগ্নেয়গিরি এবং সাতটি পর্বতশৃঙ্গ।
গত বুধবার এন্টার্কটিকার মাউন্ট সিডলিতে, ভারতীয় সময় ভোর ৬.২৮ মিনিটে ৪২৮৫ মিটার উচ্চ আগ্নেয়াগিরির ওপর পা রাখেন সত্যরূপ। ৩৫ বছর ৯ মাস বয়সী সত্যরূপ সাতটি দেশের সাতটি সর্ব্বোচ্চ পর্বতশৃঙ্গ এবং আগ্নেয়গিরি জয় করে সর্ব কনিষ্ঠ হিসেবে গিনেস বুক অফ রেকর্ডে নাম তুলে ফেলেছেন। এর আগে ৩৬ বছর ১৫৭ দিন বয়সী অস্ট্রেলিয়ার ড্যানিয়েল বুল ছিলেন সর্ব কনিষ্ঠ পর্বতারোহী।
সত্যরূপ সামাজিক মাধ্যম ট্যুইটারে তাঁর এই সফল অভিযানের কথা জানান। তিনি পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। শৃঙ্গ অভিযানের অর্থ জোগাড় করতে তিনি একাধিক আই টি সংস্থায় কাজ করেছেন। মধ্যবিত্ত ঘরের ছেলে সত্যরূপ -এর প্রথম অভিযান ছিল মাউন্টেন কিলিমাঞ্জারোতে। ২০১২ সালের ২৯ জুন তিনি প্রথম শৃঙ্গ অভিযান জয় করেছিলেন। সিদ্ধান্ত আগামী অভিযানে নর্থ পোলে যেতে চান বলে জানিয়েছেন।