পিভি সিন্ধু আগেই নাম তুলে নিয়েছিলেন, দ্বিতীয় রাউন্ডে ছিটকে গিয়েছিলেন সাইনা ও শ্রীকান্ত, এইচএস প্রণয় লড়লেও সুবিধা করতে পারেননি, কিন্তু শেষপর্যন্ত দাঁতে দাঁত চেপে লড়াই করে ভারতের ব্যাডমিন্টনে সাফল্য আনলেন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি। রবিবার থাইল্যান্ড ওপেন এর ডবলস ফাইনালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জুটি চীনের ‘লি জুন হুই’ ও ‘লিউ ইউ চেন’-কে ২১-১৯, ১৮-২১, ২১-১৮ স্কেরলাইনে হারিয়ে প্রথম ভারতীয় পুরুষ জুটি হিসেবে বিডব্লুএফ সুপার ৫০০ এর পর্যায়ের টুর্নামেন্ট জিতলেন সাত্ত্বিক-চিরাগ জুটি।
একপ্রকার যুদ্ধ করে তারা শেষ পর্যন্ত সাফল্য পেলেন। প্রথম সেটটি হারার পর চীনের দুর্ধর্ষ শাটলার জুটি একেবারে নাস্তানাবুদ করে দিয়েছিল সাত্ত্বিক-চিরাগকে। কিন্তু ১-৪ এ পিছিয়ে থেকেও দমে যাননি তারা, শেষপর্যন্ত ১৮-১৮ এ ম্যাচটি চলে যায়। ওঠা নামার এই সেটটি শেষপর্যন্ত দখল করে হুই ও চেন এর জুটি। কিন্তু তৃতীয় সেটে একেবারে নিজেদের পরিচিত ছন্দে ফিরে এসেছিলেন ভারতীয় এই শাটলার জুটি। শেষপর্যন্ত তৃতীয় সেটটি জিতে থাইল্যান্ড ওপেন নিজেদের নামে করে নিলেন।
বিশ্ব ব়্যাঙ্কিয়ে ১৬ নম্বরে থাকা এই ভারতীয় জুটির ফাইনালের রাস্তা বেশ কঠিনই ছিল। ফাইনালে আসার পথে তারা হারান বিশ্বের ৭ নম্বরে থাকা ‘ফজর আলফিয়ান’ ও ‘মুহাম্মদ রিয়ান আরদিয়ান্টো’ জুটিকে, বিশ্বের ১৯ নম্বরে থাকা ‘কো সুং হিউন’ ও ‘শিন বেক চেওল’ জুটিকে এবং বিশ্বের ২৭ নম্বরে থাকা ‘চোই সোলগ্যু’ ও ‘সেও সেউং জায় জুটিকে’।
চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনে সাত্ত্বিক-চিরাগ হেরে যান বিশ্বচ্যাম্পিয়নদের কাছে। এবার থাইল্যান্ড ওপেন জিতে কার্যত সেই হারের বদলা নিলেন ভারতীয় শাটলার জুটি তা বলাই বাহুল্য।
খেতাব জেতার পর সাত্ত্বিক জানান, “আমরা ধৈর্য ধরে রেখেছিলাম এবং কোনও তাড়াহুড়ো করিনি। আমরা আমাদের পরিকল্পনায় অটল ছিলাম এবং পয়েন্টের জন্য তাড়া লাগাইনি। আমার মনে হয় এটিই কাজ করেছে”।