আমাদের গ্যালাক্সিতে গ্রহগুলির মধ্যে দ্বিতীয় বৃহত্তম গ্রহ হলো শনি| এই গ্রহের মোট ৬২টি উপগ্রহ আছে| এটি নিশ্চই আপনার জানা| তবে আপনি কি জানেন শনির একটি উপগ্রহের ওপর মিথেন বৃষ্টি হয়? এবং সেটি কোন উপগ্রহ?
হ্যাঁ, শনির এই উপগ্রহটির নাম টাইটান| সূত্রের খবর, নাসার পাঠানো ‘ক্যাসিনি’ নামক মহাকাশযান, শনি ও তার উপগ্রহের ওপর বিগত ১৩ বছর ধরে দৃষ্টি দিয়ে রেখেছে| ক্যাসিনি থেকে পাঠানো তথ্য় অনুযায়ী দেখা গেছে এতগুলো বছরে ১০বারের কম(প্রায় ৭-৮ বার) বৃষ্টিপাত হয়েছে সেখানে| টাইটানের উত্তর বা দক্ষিন মেরুতে গরমকাল চলাকালীন সেখানে মিথেন বৃষ্টি পড়ে না কখনো, তবে সেইবার কিছু চিত্র ধরা পরেছে ক্যাসিনির দৃষ্টিতে, যা আগে কখনো হয়নি| টাইটানের উত্তর মেরুতে হঠাৎ মিথেন বৃষ্টি পড়ে সেখানে গরম পড়তে দেখা যায়, তাই বৈজ্ঞানিক মহলে সাড়া পড়তে বাধ্য| সূত্রের খবর, আমেরিকার ‘জিওফিজিক্যাল রিসার্চ লেটার্স’ নামক একটি জার্নালে এটি প্রকাশিত হয়েছে, একজন অনাবাসী ভারতীয় হলো ইহার প্রধান গবেষক|
এখন প্রশ্ন জাগতে পারে আপনার মনে, মিথেন বৃষ্টি কেন?
আমাদের পৃথিবীর মতোই টাইটানেরও বায়ুমন্ডল আছে, কিন্তু সেখানে জলচক্রের বদলে আছে মিথেনচক্র| তাই টাইটানের আকাশ থেকে তরল মিথেন পড়ে টাইটানের বুকে| যদিও অত্যন্ত ধীরে, কারণ টাইটানের অভিকর্ষ পৃথিবীর তেরো ভাগের এক ভাগ| তাই অতীব আস্তে এই মিথেনকণা গুলি নেমে আসে টাইটানে| ইউটিউবে ভাইরাল হওয়া এই ভিডিওটি একবার দেখে নিতে পারেন|