বিশ্বব্যাপী ইন্টারনেট পরিষেবা উন্নতির লক্ষ্যে ইসরোর অত্যাধুনিক কৃত্রিম উপগ্রহ ‘জিস্যাট২০’ আমেরিকার মাটি থেকে মহাকাশে সফল ভাবে উৎক্ষেপিত হল। এই উৎক্ষেপণে প্রধান ভূমিকা পালন করেছে ইলন মাস্কের সংস্থা ‘স্পেস এক্স’।
হাইলাইটসঃ
১। কৃত্রিম উপগ্রহ ‘জিস্যাট২০’ মহাকাশে সফল ভাবে উৎক্ষেপিত হল
২। এর মোট ওজন ৪ হাজার ৭০০ কেজি
৩। ফ্লরিডার কেপ ক্যানাভেরাল থেকে এটি উৎক্ষেপণ করা হয়েছে
সোমবার মধ্যরাতে ফ্লরিডার কেপ ক্যানাভেরাল থেকে এটি উৎক্ষেপণ করা হয়েছে। এই অঞ্চলটি আমেরিকার মহাকাশ বাহিনীর (আমেরিকার সশস্ত্র বাহিনীর একটি অঙ্গ) অধীনে রয়েছে। স্পেস কমপ্লেক্সের এই উৎক্ষেপণস্থলটি বর্তমানে ব্যবহার করে মাস্কের সংস্থা।
‘জিস্যাট২০’ হল একটি বাণিজ্যিক কৃত্রিম উপগ্রহ। এর মোট ওজন ৪ হাজার ৭০০ কেজি। এর আগেও ইসরো একক ভাবে বিভিন্ন কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছে। কিন্তু ‘জিস্যাট ২০’-র ওজন তুলনামূলক ভাবে বেশি। তাই এটি মাস্কের সংস্থার ‘ফ্যালকন ৯’ রকেটের সাহায্যে এটি মহাকাশে পাড়ি দিয়েছে। এটির যাত্রাপথে সময় লেগেছে ৩৪ মিনিট। ইসরোর বাণিজ্যিক শাখা নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান রাধাকৃষ্ণন দুরাইরাজ জানিয়েছেন, কৃত্রিম উপগ্রহ ‘জিস্যাট২০’ –এর উৎক্ষপণ সফলভাবে নির্দিষ্ট কক্ষপথে প্রতিস্থাপিত হয়েছে। ইসরো এবং ‘স্পেস এক্স’-এর যৌথ উদ্যোগে এটিই প্রথম উৎক্ষেপণ।
এই কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের মূল উদ্দেশ্য হল, দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে ব্রন্ডব্যান্ড ইন্টারনেট পরিষেবা সুনিশ্চিত করা এবং মাঝ আকাশে বিমানযাত্রীদের ইন্টারনেটের সুবিধা দেওয়া। জানা গেছে, টানা ১৪ বছর ধরে উন্নত ইন্টারনেট পরিষেবা দেওয়ার লক্ষ্যে কাজ করবে কৃত্রিম উপগ্রহ ‘জিস্যাট২০’।