‘এসেছে পূজার ছুটি রোদ্দুরে লেগেছে চাঁপা ফুলের রঙ’ সত্যিই তো পূজার ছুটির সময় তো এসেই গেল, তাই না?পাড়ায় পাড়ায়প্যান্ডেলে বাঁশ বাঁধা শুরু হয়ে গেছে| কদিন পরেই প্রতিটা অলিগলি রাজপথ সেজে উঠবে নতুনভাবে| স্বাভাবিক ভাবেই শুরু হয়েছে খুঁটিপুজো| উত্তর কলকাতার এক ঐতিহ্যবাহী পুজো সরকার বাগান অধিবাসিবৃন্দ দুর্গোৎসব কমিটির খুঁটিপুজো অনুষ্ঠিত হলো | আগমনীর বার্তা বয়ে নিয়ে আসা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১ নং বরো চেয়ারম্যান তরুণ সাহা, বাগবাজারের কাউন্সিলর বাপি ঘোষ, প্রতিমা শিল্পী পরিমল পাল স্থানীয় মানুষজন এবং অন্যান্য শিল্পীরা ও বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রেডিও জকি আর.জে. রাকেশ|ছিল বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার গ্রহণ করা হয় এই অনুষ্ঠানে|