শাড়ী না সালোয়ার কোনটা বেছে নেবেন ? এই প্রশ্ন টা আমাদের সবার কাছে একটা মাত্র প্রশ্ন হলেও এই প্রশ্নের সম্মুখীন মেয়েদের রোজ হতে হয়|
কিন্তু এখন প্রশ্ন সামনে পুজো, কে শাড়ী আর কে সালোয়ার পরবে এই হবে বেশি সুন্দরী?
“নারী মানেই শাড়ী” এই কথাটা বহুদিন ধরে প্রচলিত| কেউ মনে করেন শাড়ী আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতির বাহক| কিন্তু কেউ কি জানেন শাড়ীর একটি নিজস্ব সত্বা আছে| একইরকম ভাবে সালোয়ারেরও নিজস্ব সত্বা আছে| দুটোই আমাদের সৌন্দর্য বাড়ায়|
কে সাজবে ঐতিহ্যগত বুনিয়াদী স্টাইলে তো কেউ সাজবে চকমকে মনোহারী সাজে| নারী শাড়ী বাছুক অথবা সালোয়ার সবেতেই তাঁকে লাগবে সুন্দরী-রমনী|