লন্ডন ফ্যাশন উইকে শাড়ীর ম্যাজিক

বালুচরী, কাঞ্জিভরম, পৈঠানি, চান্দেরী- একের পর এক ভারতীয় শাড়ীর উচ্ছ্বাসে মেতে উঠল লন্ডন ফ্যাশন উইকের মঞ্চ।

ব্রিটেনের ফ্যাশন ফিয়েস্তা দের মধ্যে আলাদা ‘সেনসেশন’ তৈরি করেছে ভারতীয় শাড়ি।

ব্রিটিশ রাজধানীতে পাঁচদিন ব্যাপি লন্ডন ফ্যাশন উইকের আয়োজন করা হয়েছিল।   সেখানেই ১৫ ফেব্রুয়ারী ‘ইন্ডিয়া ডে’ উপলক্ষ্যে ভারতীয়  শাড়িতে সেজে র‍্যাম্প মাতান আন্তর্জাতিক মডেলরা।

পশ্চিমবঙ্গ থেকে বালুচরী, অসম থেকে মেঘলা চাদর, কাশ্মীরী এবং কেরল থেকে কাসাভু।

ব্রিটেনের বিদেশ মন্ত্রী তারিক আহমেদ, ভারতীয় হাইকমিশনার  রুচি ঘনশ্যাম, উপস্থিত ছিলেন। তিনি জানিয়েছেন, ‘ শুধু ব্যক্তিগত পরিধান নয় বা ভালোলাগা নয়, শাড়ী দেশের ঐতিহ্য এবং সংস্কৃতিকে বহন করে চলেছে বছরের পর বছর ধরে’।

শাড়ির পুরনো ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি সাম্প্রতিক কালে ভারতে শাড়ির রূপ বদল কীভাবে হয়েছে তাও তুলে ধরা হয় র‍্যাম্পে।

ভারতের কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রকের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে লন্ডনের এই বিখ্যাত ফ্যাশন উৎসবে।

শবনম হারজাই, সুচিত্রা রানী সাহু, দর্শন গোথি, আয়ুশী জৈন প্রমুখ ভারতীয় ডিজাইনাররা লন্ডন ফ্যাশন উইকের শো-তে অংশ নিয়েছেন।

ব্রিটেনে অবস্থিত ভারতীয় দূতাবাস, ইন্টারন্যাশনাল ইন্সটিটিউটি অফ ফ্যাশন ডিজাইন, লন্ডন স্কুল অফ ট্রেন্ডজ উদ্যোগে ‘ইন্ডিয়া ডে’ পালিত হয়।

   

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...