সর্দারপাড়া সংগঠন সমিতির | জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯

পৃথিবীর সকল মানুষের যা যা অধিকার আছে তার মধ্যে অন্যতম হল শিক্ষার অধিকার, শিক্ষিত হওয়ার অধিকার। শিক্ষাই, রক্তে মাংসে গড়া মানুষকে, যাকে বলে মানুষের মত মানুষ হতে শেখায়। তাই শিশুদেরকে অর্থ রোজগার নয় শিক্ষা প্রদান করাটাই শ্রেয়। তার কারণ তারাই দেশের ভবিষ্যৎ। তাই শিশু শিক্ষার হার বৃদ্ধি করার আর্জি জানিয়েই সেজে উঠছে সর্দারপাড়া সংগঠন সমিতির পূজা মন্ডপ। জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯ অনুষ্ঠান উপলক্ষে জিয়ো বাংলা স্টুডিওতে উপস্থিত ছিল এই পূজা কমিটির সদস্যবৃন্দ। উপস্থিত ছিলেন সভাপতি কমল সর্দার, সম্পাদক সঞ্জয় সর্দার ও সাধারণ সদস্য সুনীল কুমার।

সঞ্চালক ইকেবানার সাথে তাদের পুজোর বিষয়ে জেনে নিলাম আমরা। এইবছর ২০তম বর্ষে পদার্পন করল তাদের পুজো আর এই বছর তাদের থিম পুজোর দ্বিতীয় বছর। আর দ্বিতীয় বছরে তাদের থিম “শিক্ষারুপেন সংস্থিতা”। চতূর্থীর দিন উদ্বোধনের পর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে মন্ডপের প্রবেশ দ্বার। সেই দিনই পাড়ার সকল ক্ষুদে শিল্পীদের নিয়ে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। যার তত্ত্বাবধানে থাকবে পূজা কমিটির মহিলা ব্রিগেড। উদ্বোধনের পর থেকে প্রায় দশমী অবধি চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। অষ্টমীর দিন পল্লীবাসী সহ সকল দর্শনার্থীদের জন্য থাকবে মহাভোজের আয়োজন। নবমীর দিন পল্লীবাসীদের নিয়ে “গেট টুগেদার”-এর আয়োজন করা হয় ক্লাব কর্তৃপক্ষোর তরফ থেকে। পুজোয় দর্শনার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে বাঁশদ্রণী থানানরেন্দ্রপুর থানার তরফ থেকে বহু পুলিশকর্মী মোতায়েন করা হবে। দমদম বা কবি সুভাষগামী যে কোনও মেট্রোয়ে উঠে নামতে হবে মাস্টারদা সূর্য সেন মেট্রো, সেখান থেকে বাংশদ্রোণী থানার নিকট অবস্থিত এই পূজা মন্ডপ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...