চেতলা বয়েজ স্কুলের সরস্বতী বন্দনা ছিল থিম নির্ভর। এই সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় পরিবেশ সংরক্ষণ করা, এটিই এবছরের সরস্বতী পুজোর থিম। এখানে বাকদেবী কে সাজানো হয়েছে কাঁচা হলুদ শাড়িতে। তার পিছনে রয়েছে হাতে তৈরী পাতাহীন বৃক্ষ। বৃক্ষের চার পাশে জুড়ে রয়েছে ঝরে যাওয়া পাতার সমারোহ। দেবীর মূর্তি যেখানে সথাপন করা হয়েছে তার চারপাশে রয়েছে প্লাকার্ডে রাখা নানা রকম পরিবেশ সাবধানী বার্তা। আজকের দিনে যেখানে চারদিকে পরিবেশ দূষণ নিয়ে এত চিন্তা ভাবনা চলছে, সেখানে এই বিষয়ের ওপর সরস্বতী পুজোর মণ্ডপ সজ্জার আয়োজন অবশ্যই আলাদা গুরুত্ব পায়।