চারুচন্দ্র কলেজের সরস্বতী বন্দনা

চারুচন্দ্র কলেজ কলকাতার অন্যতম নামকরা একটি শিক্ষা প্রতিষ্ঠান। সরস্বতী পুজোর দিন কলেজ প্রাঙ্গনে পৌঁছে দেখা গেল সকাল থেকেই রীতিমত পুজোর তোড়জোড় চলছে। মাতৃ মূর্তির সামনে ফল-ফুল দশ উপাচার-এ সাজিয়ে দিতে ব্যস্ত ছাত্রছাত্রীরা। প্রায় ৬৫ বছরের পুরোনো এই কলেজে প্রতিবছর অনুষ্ঠিত হয় সরস্বতী পুজো। এখানে বাকদেবী স্বর্ণাভ। সরস্বতী ঠাকুরের মূর্তি এবং বাহন দুয়েতেই লক্ষ্য করা গেল ঝিকমিক স্বর্ণের রং। কলেজ প্রাঙ্গনে রং বেরঙের আল্পনা দেওয়া হয়েছে। আর চিরচারিত হলুদফুলে সাজানো হয়েছে চারুচন্দ্র কলেজের মূল গেট। এই পুজোতে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে প্রতিবছর এভাবেই আরাধিত হয়ে আসছেন দেবী সরস্বতী। চারুচন্দ্র কলেজের প্রিন্সিপাল অনুরাধা ঘোষ জানালেন, সরস্বতী পুজোতে প্রতিবছর ছাত্র ছাত্রীরাই ঠাকুর নিয়ে আসা থেকে শুরু করে সাজ সজ্জা সবকিছু তারাই করে থাকে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...