“ওঁ জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুক্তাহারে।
বীণারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমহস্তুতে”।
বাঙালির ১২ মাসে ১৩ পার্বনের অন্যতম পার্বন হল সরস্বতী পুজো। যেদিন গোটা রাজ্যবাসী মেতে ওঠে বিদ্যার দেবীর আরাধনায়। গৃহস্থের পাশাপাশি স্কুল ও কলেজগুলিতেও এই পুজোর চাকচিক্য দেখবার মত হয়। ছাত্রদের নিজস্ব পরিকল্পনায় সেজে ওঠে বীণাপানি দেবীর মন্ডপ। পুজোর পাশাপাশি থাকে সকল ছাত্র ছাত্রীদের জন্য মহাভোজের আয়োজন। তেমনই এক পুজোর সাক্ষী থাকতে জিয়ো বাংলা পৌঁছে গিয়েছিল দক্ষিন কলকাতার গোলপার্কের শিবনাথ শাস্ত্রী কলেজ ফর উইমেন-এ। সঞ্চালক রিয়া-র উপস্থিতি তে তাঁদের পুজোর ছবি ধরা পড়ল জিয়ো বাংলার পর্দায়।