যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতার বুকে ইঞ্জিনিয়ারিং কলেজগুলির মধ্যে অন্যতম। কমপিউটার সায়েন্স থেকে শুরু করে সফ্টওয়ার ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান বিভাগের এমন কোনো বিভাগ প্রায় নেই বললেই চলে যা এখানে পড়ানো হয় না। তথ্য প্রযুক্তির বাইরেও বাংলা থেকে শুরু করে ইংরাজি, সে পদার্থবিদ্যা হোক বা রসায়ন বা জীববিদ্যার বিভিন্ন বিষয়, সব কিছুই প্রায় পড়ানো হয় এখানে। বিভিন্ন বিভাগ থাকলেও বছরের একটি দিন সবাই একত্রিত হয় বীণাপানি দেবীর আরাধনায়। তখন আলাদা করে কেউ বি.ই, বি.টেক ডিপার্টমেন্ট বা বি.এস.সি বা বি.এ-র স্টুডেন্ট নয় তখন সবাই যাদবপুরের ছাত্র ছাত্রী। আর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একত্রিত হয়ে এই আয়োজনের সাক্ষী থাকতে সঞ্চালক রিয়ার সাথে বিশ্ববিদ্যালয়ে পৌঁছে গিয়েছিল জিয়ো বাংলা। পড়ুয়াদের কাছ থেকে জেনে নিলাম এই পুজোর নেপথ্য কথা।