১৪ ফেব্রুয়ারি দিনটি বিশ্ব জুড়ে ভালবাসার দিবস হিসাবে পালন করা হলেও বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে বলতে আমরা কিন্তু সরস্বতী পুজোর দিনটিকেই বেছে নিয়েছি। যদিও বা ভালবাসার মানুষের জন্যে তেমন কোনো স্পেশাল দিন থাকে না কিন্তু তবুও এই দিনটি বাকি দিনের থেকে একটু অন্যরকম। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতেই সরস্বতী পুজোর দিন হিসেবে বেছে নেওয়া হয়। যেদিন গৃহস্থ থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানগুলি মেতে ওঠে বীনাপানি দেবীর আরাধনায়। সেই উপলক্ষ্যে দক্ষিন কলকাতার যাদবপুর বিদ্যাপিঠে উপস্থিত ছিলো জিয়ো বাংলা। সঞ্চালক রিয়ার সাথে সেখানকার ছাত্র ছাত্রীদের কাছ থেকে তাঁদের পুজোর আয়োজনের বিষয় শুনে নিলাম আমরাও।