দিনের আলো ফুটতে না ফুটতেই কোকিলের ডাক, দিনের নির্মল আকাশ বা রাতে একটু ঠান্ডা ঠান্ডা ভাব জানান দিচ্ছে বসন্তের আর্বিভাব। আর বসন্ত আসা মানেই ঘরে ঘরে শঙ্খ ধ্বনী ও ঘন্টার শব্দে বিদ্যার দেবীর আরাধনা। তেমনই এক সরস্বতী পুজোর সাক্ষী থাকতে নেতাজি নগর ডে কলেজে পৌঁছে গিয়েছিল জিয়ো বাংলা। একবিংশ শতাব্দীতে এসে মানুষ নিজেদের যতই উন্নত বলুক না কেন, মান্ধাতার আমলের জাতের ভেদাভেদ কিন্তু আজও চিরতরে মন থেকে মুছে ফেলতে পারে নি মানবজাতি। মানুষের এই ভিত্তিহীন মানসিকতার বিরুদ্ধে বার্তা নিয়েই গড়ে উঠেছে নেতাজি নগর ডে কলেজের সরস্বতী পুজোর থিম। সঞ্চালক রিয়ার সাথে সেই পুজোর ব্যাপারে জানলাম আমরাও।