সন্তোসপুর লেক পল্লী | জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯

“শিউলি ফুলের গন্ধ আজ চারিদিকে ছড়িয়ে, জিয়ো বাংলা,

তাই সকলে আনন্দে মেতেছে শুধুই মা কে জড়িয়ে।”

পুজো পুজো গন্ধে ভরে গেছে বাতাস। হাতে মাত্র কটা দিন, তারপরেই শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব, দুর্গোৎসব। তাই উমা কে স্বাগত জানাতে বাঙালিজাতি কোমর বেধে লেগে পড়েছে তারই প্রস্তুতীতে। যার ফলে প্রায় যুদ্ধকালিন তৎপরতায় কাজ চলছে প্রত্যেকটি পূজা মন্ডপে।

জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯ অনুষ্ঠানে জিয়ো বাংলার স্টুডিওতে উপস্থিত ছিলেন সন্তোসপুর লেক পল্লী ক্লাবের সদস্যবৃন্দ। সঞ্চালক শ্রেষ্ঠার সাথে পুজো আড্ডায় মেতে উঠেছিলেন পূজা কমিটির সম্পাদক সোমনাথ দাস ও কার্যকারী কমিটির দুই সদস্য সৌরভ মুখার্জীঅর্জুন বাগচী। বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় সঙ্কট পরিবেশ দূষণকে কেন্দ্র করেই তৈরী হচ্ছে তাদের ৬২তম বর্ষের থিম।

যার মধ্যে অনেকটাই থাকবে ‘গ্লোবাল ওয়ার্মিং’ বা বিশ্ব উষ্ণায়ন কে নিয়ে। যার জন্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে সমুদ্রপৃষ্ঠ, সেই উষ্ণায়নের বিরুদ্ধে লড়াই করার বার্তা নিয়েই থাকবে তাদের থিম। তৃতীয়ায় উদ্বোধনের মধ্যে দিয়ে শুরু হবে তাদের ২০১৯ শারোদৎসবের পথচলা। পুজোর প্রত্যেকটি দিন পল্লীবাসীদের নিয়ে থাকবে খাওয়া দাওয়ার আয়োজন। যার মধ্যে প্রধান উল্লেখ্য হল অষ্টমীর আয়োজন, যেখানে প্রায় ৪০০ লোক মায়ের ভোগ গ্রহন করে থাকে। নবমীর কুমারী পূজা ও দশমীর ধুনোচি নাচের আয়োজনে অংশগ্রহন করে সকল পল্লীবাসী। প্রতিদির প্রায় ২ লক্ষ দর্শনার্থী ভিড় করে তাদের পূজা মন্ডপে, তাই তাদের সুরক্ষার কথা ভেবে ২৪ ঘন্টা থাকে ডাক্তার, তার সাথে থাকে অ্যাম্বুলেন্স পরিষেবা। সন্তোসপুর লেক পল্লী ক্লাবের জন্য জিয়ো বাংলার তরফ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...