আবেগের ভাষা, সাঁওতালী ভাষা

আবেগের ভাষা, সাঁওতালী ভাষা

২২শে ডিসেম্বর। সাঁওতাল আদিবাসী জাতি ও সমাজের কাছে মনে রেখে দেওয়ার একটা দিন।

২০০৩ সাল। দেশের সংবিধানের অষ্টম তপশীলে সাঁওতালী ভাষার অন্তর্ভুক্তি ঘটেছিল ।তাই ডিসেম্বর মাসের উক্ত দিনটি তাঁদের কাছে এক আলাদা গুরুত্ব নিয়ে হাজির হয়। তবে এই প্রাপ্তির রাস্তাটা এতটা সহজ ছিলনা। রক্তক্ষরণ ছিল সেখানেও।

ওড়িশা রায়রংপুরের নিকটবর্তী গুন্ডুরিয়া ময়দান। জমায়েত সাঁওতালীদের।সেই ময়দানেই শুরু হয় রক্তের হোলি।সরকারের কড়া আদেশে পুলিশ বাহিনী সেখানে গুলি চালায় অতর্কিতে।

তখন ১৯৯২। মণিপুরী, কোঙ্কনী ও নেপালী ভাষাগুলিকে সংবিধানের অষ্টম তপশীলে অন্তর্ভুক্ত করা হয়ে গিয়েছে।সেই ছিল সাঁওতালী ভাষা আন্দোলনের ফিতে কাটা।

জন্ম নেয় সালখান মুরমু মহাশয়ের নেতৃত্বে সাঁওতালী ভাষা মোর্চাভাষা আন্দোলনে আসে নতুন জোয়ার।

এই মাটিতে সাঁওতাল জনগোষ্ঠীর ইতিহাস খুব প্রাচীন। ইতিহাস সাক্ষী যে ভারতে সাঁওতাল জাতি সব সময় উপেক্ষিত ও অবহেলিত। তাঁদের ভাষা আন্দোলনের পথ চলাও সুদীর্ঘ।

 ভাষাবিদ্‌গণ দ্বারা প্রমাণিত যে সাঁওতালী ভাষা একটি অতি প্রাচীন সমৃদ্ধশালী বিজ্ঞান সম্মত ভাষা। তবুও এই ভাষার স্বীকৃতি পেতে কেটে গিয়েছিল ৫৬-৫৭বছরসত্যিই আশ্চর্যের!

সেই ১৯৪৭সাল। স্বাধীনতা লাভের পরবর্তী সময় থেকেই পটভূমিকা রচিত হচ্ছিল এই আন্দোলনের । মহান সংগঠক সুনারাম সরেনের হাত ধরে ভাষা ভিত্তিক রাজ্য গঠনের অধিকার আদায় হল। সাঁওতালী ভাষা স্বীকৃতি আন্দোলন পেয়ে যায় এক নতুন মাত্রা।

দেশের কমবেশি প্রায় ৩০০ টি ছোটবড় গণসংগঠনের মিলিত যৌথ গণআন্দোলনের ফলই আজকের এই ২২শে ডিসেম্বর পৗরশি জিৎকৗর মাহা ভাষা স্বীকৃতি দিবস।

এই ভাষা স্বীকৃতি আন্দোলনের পুরোভাগে থেকে যাঁরা আন্দোলনকে নেতৃত্ব প্রদান করেছেন, তাঁদের নাম আজ প্রত্যেকটি ভাষা দিবস অনুষ্ঠান মঞ্চ থেকে স্বগর্বে উচ্চারিত হওয়া দরকার। বহু গণসংগঠন এই ভাষা স্বীকৃতি আন্দোলনের প্রথম সারিতে ছিল  অগ্রণী ভূমিকা পালন করে।

সাঁওতালী ভাষা স্বীকৃতি আন্দোলনের মানচিত্রে অনেক সব মিছিল, মহামিছিল, সমাবেশ, অবস্থান বিক্ষোভ ও অবরোধের রূপরেখা চিত্রিত আছে।

আঞ্চলিক ভাষা হলেও, ভাষার সঙ্গে সেই জাতির থাকে নাড়ির টান। আত্মার দোসর ভাষা। একটি আঞ্চলিক ভাষার হৃত গৌরব কে পুনরায় প্রতিষ্ঠিত করতে এই বলিদান ছিল নজিরবিহীন ঘটনা।

সমস্ত সাঁওতাল ভাষাভাষীর মানুষদের অতীতের এই ত্যাগ কে পাথেও করেই এগিয়ে চলা উচিত সামনের দিনে।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...