নিউজিল্যান্ড সফর থেকে বাদ স্যামসন

নিউজিল্যান্ডের  বিরুদ্ধে ভারতীয় দলের টি- টোয়েন্টি অভিযান শুরু হচ্ছে ২৪ জানুয়ারি থেকে। নিউজিল্যান্ড সফরকারী সেই দল থেকে বাদ পরলেন সঞ্জ স্যামসন।

শ্রীলঙ্কার বিরুদ্ধে একটিমাত্র ম্যাচে সুযোগ পেয়েছিলেন স্যামসন। শেষ টি- টোয়েন্টি ম্যাচে মাত্র ২ বল খেলে ৬ রান করেই ডাগ আউটে ফিরে যান স্যামসন। চার বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর। মাত্র একটি ম্যাচ খেলার পরেই বাদ পড়েন দল থেকে। এরপর আবার শ্রীলঙ্কার বিরুদ্ধে সুযোগ পেয়ে একটি মাত্র ম্যাচেই সুযোগ দেওয়া হয় তাকে। এরপরেই দল থেকে বাদ। আর এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক। একটি মাত্র ম্যাচ দেখেই তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কি করে নিলেন নির্বাচকরা। মাত্র ২ বল খেলা স্যামসনকে দেখেই বুঝে নেওয়া হল যে তিনি উপযুক্ত নন। অনেকেই এর পিছনে চক্রান্ত দেখতে পাচ্ছেন। অনেকেই আবার বলেছেন এইভাবেই ভারতীয় দল অনেক প্রতিভাকে নষ্ট করে দিয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হল স্যামসনের নাম।

এটা শেয়ার করতে পারো

...

Loading...