“আগার হক দোগে তো রামায়ণ শুরু হো জায়েগা। চিনগে তো মহাভারত।”
ব্যাকগ্রাউন্ডে সঞ্জয়ের গলা। দৃশ্য দেখে বোঝাই যায় অ্যাকশন মুভি।
সঞ্জয় দত্তের ষাটতম জন্মদিনে প্রকাশ্যে এল ‘প্রস্থানম’। আপকামিং সিনেমার টিজার।
কালো কুর্তা, কপালে লাল টিকা দেখলেই ‘বাস্তব’ ছবিতে দেখা সঞ্জয় দত্তের কথা মনে করিয়ে দেয়। এই ছবিতে সঞ্জয়কে দেখা যাবে রাজনৈতিক নেতার ভূমিকায়। আলি ফজল, মনীষা কৈরালা, জ্যাকি শ্রফকেও দেখা যাচ্ছে টিজারে। গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন তাঁরা।সঞ্জয়ের বিপরীতে দেখা যাবে মনীষা কৈরালাকে। দীর্ঘ ১০ বছর পর আবার তাঁরা একসঙ্গে।
২০১০ সালে তেলেগু ভাষায় মুক্তি পেয়েছিল ‘প্রস্থানম’। দক্ষিণী সিনেমার কাল্ট মুভি। তার হিন্দি রিমেকে দেখা যাবে সঞ্জয়কে। পুরোদস্তুর ‘পলিটিক্যাল ড্রামা’। ছবিটি পরিচালনা করেছেন দেবা কাট্টা। প্রস্থানমের মূল ছবিটিও তিনিই পরিচালনা করেছিলেন।
‘প্রস্থানম’-এর হিন্দি ভার্সানটি প্রযোজনা করেছেন সঞ্জয় দের স্ত্রী মান্যতা দত্ত।
সঞ্জয় দত্ত তাঁর জন্মদিনে নিজের টুইট হ্যান্ডেলে ‘প্রস্থানে’র টিজার লিঙ্ক শেয়ার করেছেন। ২৯ সেপ্টেম্বর রিলিজ করবে ছবিটি।
প্রস্থানম ছাড়াও জন্মদিনে সামনে এসেছে কেজিএফ ২- এর ফার্স্ট লুক। ফারহান আখতার সঞ্জয়ের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ‘আধিরা’ লুক পোস্ট করেন তাঁর টুইট হ্যান্ডেলে।
I remember, as a kid, watching him shoot for his debut film ‘Rocky’ on bandstand and all these years later we’re finally collaborating on something special.
— Farhan Akhtar (@FarOutAkhtar) July 29, 2019
Here’s presenting @duttsanjay as Adheera from #KGFChapter2.
And here’s also wishing him a happy birthday. Big hug pic.twitter.com/Ua8uNeYVPA
এই ছবিতে ভিলেনের ভূমিকায় দেখা যাবে সঞ্জয়কে। চরিত্রটির নাম ‘আধিরা’। ছবির চিত্রনাট্যকার-পরিচালক প্রশান্ত নীল। প্রযোজনা করেছেন ফারহান আখতার। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল কন্নড় কেজিএফ -১। বক্স অফিসে দারুণ সফল হয়।
কেজিএফ ২-তে সঞ্জয় ছাড়াও দেখা যাবে রবিনা ট্যান্ডনকে। এই ছবি দিয়েই দক্ষিণী ছবিতে পা রাখতে চলেছেন বলিউডের ‘সঞ্জু বাবা’।
সঞ্জয়কে শেষ দেখা গিয়েছিল ‘কলঙ্ক’ ছবিতে।