আপেই পাওয়া যাবে ন্যাপকিন

এখন যার যা কিছু যখন প্রয়োজন, সব মুঠোর মধ্যেই পাওয়া যায়। মোবাইল ফোনের আপ খুললেই সবজি বাজার, ওষুধপত্র থেকে শুরু করে ক্যাব বা মুভির টিকিট- কি মিলবে না আপ থেকে? এই ভাবনা থেকেই একটি বিশেষ আপ তৈরী করলেন শোভন মুখোপাধ্যায়। মেয়েদের শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় মাঝে মাঝেই বেশ বিড়ম্বনায় পড়তে হয়। রাস্তা-ঘটে হঠাৎ ঋতুস্রাবের সমস্যায় পড়েন অনেক মহিলাই। সেই অস্বস্তিকর পরিস্থিতি থেকে এবারে মুক্তি দেবে 'বন্ধন আপ'। এই আপের মাধ্যমে আপনি জানতে পারবেন কোথায় গেলে আপনার সমস্যার সমাধান হবে। অর্থাৎ নিকটবর্তী কোন সুলভ শৌচালয়ে রয়েছে প্যাড ভেন্ডিং মেশিন তা ওই আপের মাধ্যমেই জানতে পারা যাবে।

      কলকাতার প্যাডম্যান নামে পরিচিত শোভন আশুতোষ কলেজের বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের ছাত্র। তাঁর উদ্যোগেই কলকাতার বিভিন্ন সুলভ শৌচালয়ে স্যানিটারি ন্যাপকিন রাখার ব্যবস্থা রয়েছে। ম্যাপের মাধ্যমে অনায়াসেই পৌঁছে যাওয়া যাবে সেই সব শৌচালয়ে যেখানে রয়েছে প্যাড ভেন্ডিং মেশিন। গীতাঞ্জলি মেট্রো স্টেশন, বাঁশদ্রোণী, নেতাজি নগর, মালঞ্চ, ঢাকা কালীবাড়ি সহ বিভিন্ন সুলভ শৌচালয়ের তালিকা রয়েছে এই আপ-এ। আপ-টি  ডাউনলোড করা থাকলেই আপনাকে রাস্তায় অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে আর থাকতে হবেনা। উল্লেখ্য, শনিবার অর্থাৎ ১২জানুয়ারি থেকেই গুগল প্লে স্টোরে এই আপটি পাওয়া যাচ্ছে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...