পুরো বিয়েটাই বাঙালিয়ানার ছোঁয়ায় ভরপুর, বিয়ের রাতে কেমন সাজলেন সন্দীপ্তা-সৌম্য?

টলিপাড়ায় চলছে একের পর এক বিয়ে। এবার বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন।   প্রায় ১ সপ্তাহ ধরেই টলিপাড়ায় চলছিল তাঁর বিয়ের পর্ব। রিং সেরিমনি, মেহেন্দির মতন সব অনুষ্ঠানে ব্যস্ত অভিনেত্রী। পাত্র কে, সেটা আগে থেকেই জানা সবার। ‘হইচই’ ওয়েব প্ল্যাটফর্মের কর্মকর্তা সৌম্য মুখোপাধ্যায়।

প্রেম করে বিয়ে করছেন এই জুটি। ৭ই ডিসেম্বর, বৃহস্পতিবার সাতপাকে বাঁধা পড়লেন সন্দীপ্তা সেন-সৌম্য মুখোপাধ্যায়। সম্পর্কের এক নতুন নাম দিলেন তাঁরা।

পানপাতায় মুখ ঢেকে বিয়ের আসরে প্রবেশ করল কনে। তারপর লাজহোম, মালাবদল, সিঁদুরদান। মাঝে সইসাবুত করে পাকাপাকি করে স্বামী-স্ত্রী হলেন জুটি। তবে, তাঁদের বিয়েতে একটা বিশেষ ব্যপার ছিল। সেটা হল বিয়েতে নন্দিনী ভৌমিকের পৌরোহিত্য। তাই কন্যাদান হয়েনি।

sandipta-sen-marriage-2-_11zon

সন্দীপ্তা প্রথম থেকেই ঠিক করেছিলেন সাবেকি স্টাইলে বিয়ে করবেন। জানা গিয়েছে তাঁর পোশাক পরিকল্পনার দায়িত্বে ছিলেন অভিষেক রায়। এদিন বিয়েতে ফুশিয়া রঙের বেনারসি, সাবেকি সোনার গয়না এবং সাদা গোলাপি স্নিকারস জুতো পড়েছিলেন সন্দীপ্তা। অন্যদিকে সৌম্য সাজলেন হালকা গোলাপি রঙের শেরওয়ানি এবং সাদা ধুতি। দু’জনের গলাতেই দুলেছে গোলাপি গোলাপের মালা।

তাঁদের প্রেমের রঙ গোলাপি। তাই বিয়ের দিন গোলাপিকে জড়িয়ে নিলেন নিজেদের সাথে। এক দিনেই বিয়ে এবং রিসেপশন সেরেছেন নব দম্পতি।

টলিউডের মতে, ‘সৌম্যর ঘরে যেন লক্ষ্মী এল!’  ত্বরিতা চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী, সোহিনী সরকার, আবির চট্টোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, বিক্রম চট্টোপাধ্যায়, সৌরভ দাসের মতো বহু টলিউড তারকারা উপস্থিত ছিলেন নতুন বর-কনেকে শুভেচ্ছা জানাতে। 

জানা গিয়েছে বিয়ের দিন পুরোটাই সাবেকি স্টাইলে রেখেছেন জুটি। শুধু বিয়ের সাজে নয় খাবারের মেনুতে ছিল বাঙালিয়ানা ছোঁয়া। কড়াইশুঁটির কচুরি, ছোলার ডাল, আলুর দম, সাদা ভাত, বাসন্তি পোলাও, চিকেন রেজালা, চিংড়ির মালাইকারি আর সন্দীপ্তার প্রিয় মাটন কষা। এখানেই শেষ নয়, শেষ পাতে ছিল নতুন গুড়ের মাখা সন্দেশ, বেকড রসগোল্লা আর ক্ষীরের জিলিপি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...