প্রায় ১৮ বছর বাদে দেখা হয়েছে তিন বন্ধুর। এরা স্কুলে এককালে সহপাঠী ছিল। তিনজনের দেখা হওয়া আর তারপর দুদিনের ছুটিতে সকলে মিলে একসাথে বেড়াতে যাওয়ার মাধ্যমেই বয়ে চলেছে ‘সামসারা’ ছবির ঘটনার জল। ট্রেলারে যতদূর আন্দাজ করা যায় তা হল- তিন বন্ধু অতনু (ঋত্বিক), চন্দন (রাহুল), বিক্রম (ইন্দ্রজিৎ)-এর দেখা হয় অনেকদিন পর। তারা দুদিনের ছুটি নিয়ে সামসারাতে বেড়াতে যায়। সেখানে গিয়ে আলাপ হয় অনিন্দ্য নামে এক ট্যুর গাইডের সঙ্গে। সেখানকার রিসর্টের কুক এবং কেয়ারটেকারকে দেখে ভয় পেতে শুরু করে চন্দন। কিন্তু কেন? প্রশ্নের জবাব রয়েছে ছবিতে। রয়েছে আরও নানা রঙের ঘটনার ঘনঘটা।
তিন বন্ধুর অতীত, বর্তমান, ভবিষ্যৎ ঘুরে ফিরে আসবে এই ছবিতে। সুদেষ্ণা রায় এবং অভিজিৎ গুহ ‘সামসারা’কে বেঁধেছেন সাইকো থ্রিলারের মোড়কে।
ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাহুল বন্দ্যোপাধ্যায়, সমদর্শী দত্ত, অম্বরীশ ভট্টাচার্য, ঋত্বিক চক্রবর্তী, ইন্দ্রজিৎ চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী, দেবলীনা কুমার, আর্যা বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে।
সম্প্রতি মুক্তি পেল ছবির ট্রেলার। হাজির ছিলেন সকল কলাকুশলী সহ ছবির সঙ্গে জড়িত অন্যান্যরা। ছবির নাম ‘সামসারা’ কেন? প্রশ্নের উত্তরে অভিজিৎ গুহ জানান- “সামসারা হল একটি জায়গার নাম। আর সেখানেই ওই তিন বন্ধু ঘুরতে যায়। তাই ছবির নামও রাখা হয়েছে ‘সামসারা’।” তিনি আরও জানান, এই ছবি কোনও ছকে ফেলা থ্রিলার নয়। আজকাল যেসব থ্রিলার হচ্ছে তা সবই গোয়েন্দা গল্পকে কেন্দ্রে রেখে। পৃথিবীতে সব কিছু কোর্ট, পুলিশ, আইন দিয়ে বিচার করা যায় না। অনেক বিচার নিজের ভিতরেই চলতে থাকে। আর সেটাই উঠে আসবে এই ছবিতে।
সুদেষ্ণা রায় জানান- “সামসারা মানে হল একটা জার্নি। আর সেই জার্নির নানা রং নিয়েই এই ছবি। নিজের মধ্যে নিয়ে চলা এক বিবেকবোধ কাজ করবে এই ছবিতে। আমরা কেউই সবসময় সত্যি কথা বলি না। তবে, সত্যি তো কোনওদিন চাপা থাকে না। তা সকলের সামনে আসবেই একদিন। আর সেই টানাপোড়েনটাই চলতে থাকে নিজেদের মনের ভিতর। এই বিষয়টাই দেখানোর চেষ্টা রয়েছে সামসারাতে।”
সামসারার শুটিং হয়েছে মেঘালয়ের বিভিন্ন জায়গায়। সিনেমাটোগ্রাফারের দায়িত্বটি পালন করেছেন রানা দাশগুপ্ত। ছবির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। ছবিতে রয়েছে দুটি গান। অনিন্দ্য চট্টোপাধ্যায়ের কথায় ও সুরে একটি গান গেয়েছেন রূপঙ্কর বাগচি। অন্য একটি গান লিখেছেন সুমিত আচার্য। গানটির সুর ও কন্ঠ জুবিন গর্গের। ছবির আবহ সঙ্গীত নবারুণ বসুর। জুলাই মাসের শেষের দিকে মুক্তি পাবে ‘সামসারা’।