এবার ভিলেন ছেড়ে নায়ক রুপে নতুন ধারাবাহিকে আসছেন অভিনেতা সম্রাট, বিপরীতে থাকবে কথা চক্রবর্তী

আর ভিলেন নয়, দু-বছর পর ফের টেলিপর্দায় নায়ক হয়ে ফিরছেন অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়।

২০২০ থেকে ২০২২ পর্যন্ত তাঁকে টানা ভিলেন চরিত্রে দেখা গিয়েছিল স্টার জলসার ‘গঙ্গারাম’ ধারাবাহিকে। সেখানে তিনি ‘সমর কুমার’ ওরফে ‘স্যামি’ চরিত্রে এবং ‘টায়রা’ ওরফে সোহিনী গুহ রায়ের সাথে প্রেমের সম্পর্কে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু ধারাবাহিকে গঙ্গারামের জন্য ভেস্তে গিয়েছিল সেই প্রেম।

এবার নতুন বছরে খলনায়কের চরিত্র থেকে বেরিয়ে নিজেকে বদলে ফেলেছেন সম্রাট। এবার তাঁকে সান বাংলার নতুন ধারাবাহিক ‘আকাশকুসুম’–এ নায়ক রুপে দেখা যাবে। এছাড়া জানা গিয়েছে সম্রাটের বিপরীতে দেখা যাবে ‘গাঁটছড়া’-খ্যাত ‘গঙ্গা’ ওরফে কথা চক্রবর্তীকে। এই ধারাবাহিকের পরিচালনায় থাকবেন ‘গাঁটছড়া’-র পরিচালক সৌমেন হালদার এবং প্রযোজনায় থাকছেন অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট।

64159174_11zon

এক সংবাদমাধ্যমে পরিচালক সৌমেন জানালেন যে, সম্রাট-কথা ছাড়াও এই ধারাবাহিকে অভিনয় করতে চলেছেন মল্লিক মজুমদার, শুভ্রজিৎ দত্ত, সোহিনী সান্যাল, মীনাক্ষি-সহ একাধিক অভিনেতা-অভিনেত্রীদের।

গতকাল নিউটাউনের নেচার পার্কে শুরু হয়েছে প্রথম শ্যুটিং। সেই শ্যুটিং-এর দৃশ্যে মা-মেয়ে বাজার করতে দেখা গিয়েছিল।

জানা গিয়েছে এই ধারাবাহিকে কথার ছেলেবেলা অভিনয় করবে আরাধ্যা বিশ্বাস। তাকে এর আগে কালার্স বাংলার ‘তুমিই যে আমার মা’ ধারাবাহিকে ছোট্ট ‘আরোহী’র ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল। সেখান থেকে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে ছোট্ট মেয়েটি।

পরিচালক এখনি ধারাবাহিকের গল্প বলতে নারাজ। তবে, কানাঘুষো থেকে শোনা যাচ্ছে গল্পটি। এক পরিবারে ছেলের মৃত্যু হয়, এরপর দোষ গিয়ে পড়ে সেই বাড়ির পরিচারিকার উপরে। পরে তার মেয়ের বিয়ে হয় শহরে। এভাবেই সান বাংলায় পারিবারিক গল্প নিয়ে আসছে ধারাবাহিক ‘আকাশকুসুম’।

এখনও পর্যন্ত প্রযোজনা সংস্থা ধারাবাহিকের সম্প্রচারের সময় পায়নি। সদ্য গাঁটছড়া শেষ হয়েছে। সেই রেশ ফুরনোর আগেই নতুন ধারাবাহিক এসে গিয়েছে।

এছাড়া জানা গিয়েছে যে পরপর কাজ পেয়ে খুব খুশী অভিনেত্রী কথা। তাই প্রযোজনা সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...