চলতি আইপিএলের দ্বাদশ ম্যাচে দিল্লি ক্যাপিটাল্স কে ১৪ রানে হারাল কিংস ইলেভেন পাঞ্জাব। জয়ের জন্য দিল্লির প্রয়োজন ছিল ১৮ বলে ২৩ রান হাতে তখনও পাঁচ উইকেট। বিধ্বংসি রুপ ধারণ করেছে কলিন ইনগ্রাম ও হার্সেল প্যাটেল। দিল্লির সমর্থকরা তখন মেতে উঠেছে এওয়ে ম্যাচে জয় পাওয়ার আনন্দে। এমন সময় আসল এমন এক চমক যা দিল্লির জন্য বিপদ হয়ে দাঁড়াল। সেই চমকটি হল স্যাম কুরান। তৃতীয় ওভার বল করতে এসে তুলে নিল কলিন ইনগ্রামের উইকেট। বড়সড় ধাক্কা খেল শ্রেয়াস আইয়ার অ্যান্ড কো। তবে কলিন ইনগ্রামকে আউট করেই থেমে থাকে নি কুরান। পর পর তিন বলে একে একে হার্শাল প্যাটেল, কাগিসো রাবাদা ও সন্দীপ লামিচানের উইকেট নিয়ে চলতি আইপিএলে প্রথম হ্যাটট্রিক করে জয় এনে দেয় পাঞ্জাবকে। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচ জিতে আপাতত দ্বিতীয় স্থানে আছে কিংস ইলেভেন পাঞ্জাব। অন্যদিকে পঞ্চম স্থানে আছে দিল্লি ক্যাপিটাল্স।