কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে 'পিএম নরেন্দ্র মোদি' বায়োপিকের ট্রেলার। আর ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক। কারণটা অবশ্য খুবই স্পষ্ট- 'বর্তমান প্রধানমন্ত্রীর বায়োপিক' এবং 'সামনেই লোকসভা নির্বাচন'। লোকসভা নির্বাচনের আগে এই ছবি অন্য দলের কাছে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর তাই ট্রেলার মুক্তির পর থেকেই বিপাকে পড়েছে উমঙ্গ কুমারের এই ছবি।
রাজনৈতিক সমস্যা তো রয়েইছে, সেই সঙ্গে ছবিটি মুক্তির আগেই বিরাগভাজন হচ্ছে বলিউডের একাধিক তারকার। যেমন সম্প্রতি জাভেদ আখতার চটেছিলেন প্রযোজক সন্দীপ সিংয়ের উপর। নিজে ছবিটির জন্য কোনও গান লেখেননি, অথচ টাইটেল কার্ডে গীতিকার হিসাবে তাঁর নাম রয়েছে। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার জানা গেল ক্ষুব্ধ সলমন খান।
জানা গিয়েছে, ছবিতে সলমন খানের একটি ছবির গান 'শুনো গউর সে দুনিয়াওয়ালো' ব্যবহৃত হয়েছে। আর তাতেই নাকি বেজায় চটেছেন। তাঁর প্রিয় গানটিতে বিবেক ওবেরয়কে নাকি কিছুতেই মেনে নিতে পারছেন না দাবাং খান। ভাইজানের সঙ্গে বিবেকের বিবাদের কথা সকলেরই জানা। 'এক্স' ঐশ্বর্য রাইকে নিয়ে একসময়ে বিবেকের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন সলমন। বিবেকের সঙ্গে অ্যাশের প্রেমের সম্পর্ক সহ্য হয়নি তাঁর। এমনকি এও শুনতে পাওয়া যায়, মদ্যপ অবস্থায় তাঁকে খুনের হুমকিও দিয়েছিলেন বলিউডের এই 'ব্যাড বয়'। এতগুলো বছর কেটে গেলেও দুই তারকার মধ্যে সম্পর্কের ফাটল কিন্তু এখনও রয়ে গিয়েছে। আর তাই তাঁর গানে বিবেককে কিছুতেই মেনে নিতে পারছেন না সলমন, তাঁর ঘনিষ্ঠরা এমনটাই জানিয়েছেন। এবার দেখার বিষয় এটাই, ৫ এপ্রিল নির্ধারিত দিনেই ছবিটি মুক্তি পাবে নাকি পিছিয়ে যাবে।
প্রসঙ্গত, ছবিতে নামভূমিকায় অর্থাৎ মোদির চরিত্রে রয়েছেন বিবেক ওবেরয়, এই ছবির হাত ধরেই বহুদিন পর আবার বড়পর্দায় ফিরছেন তিনি। তাই জোর কদমে প্রচারেও নেমে পড়েছেন অভিনেতা।