৫ই ডিসেম্বর, মঙ্গলবার অর্থাৎ আজ থেকে কলকাতা শহরে শুরু হচ্ছে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ১২ই ডেসেম্বর পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় হাজির হলেন সকলের ভাইজান, সলমন খান। এদিন বিকেল ৪টে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠানের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত থাকবেন টলিউড -বলিউড তারকাদের সমাগম।
অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ভোরবেলায় শহরে পা রাখলেন বলিউডের ভাইজান। মঙ্গলবার সকাল ৬টা ৪৫ নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছান সলমন খান। ফুল হাতা ব্ল্যাক টি শার্ট ও ব্লু ট্রাউজার পরণে ভাইজানকে দেখা গিয়েছিল। বিমানবন্দর থেকে বেড়তেই মিলল উষ্ণ অভ্যর্থনা। তাঁকে দেখতেই সকালেই বন্দরে পৌঁছে যান সকল অনুরাগীরা।
তবে এদিন শুধু ভাইজানকে নয়, তাঁর পাশেই দেখা সংগীতশিল্পী বাবুল সুপ্রিয়কে।
ভাইজান আসছে বলে বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থাও ছিল বেশ কড়া। বেড়িয়েই তাঁর অনুরাগীদের দিকে তাকিয়ে হাত নাড়লেন ও নমস্কার করলেন।
জানা গিয়েছে যে গত কয়েক বছরের মতো এবারের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন না কিং খান, শাহরুখ খান। এমনকি অমিতাভ বচ্চনও এই বছর অনুপস্থিত থাকবেন অনুষ্ঠানে। তবে, সলমন খান ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকছেন অনিল কাপুর, মহেশ ভাট, শত্রুঘ্ন সিনহা, সোনাক্ষী সিনহা।
আতিথেয়তার দায়িত্বে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গানে নৃত্য পরিবেশন করবেন ডোনা গঙ্গোপাধ্যায় এবং তাঁর ছাত্রছাত্রীরা।
আরও জানা গিয়েছে যে উত্তমকুমার, তনুজা ও তরুণ কুমার অভিনীত ছবি ‘দেয়া নেয়া’ হতে চলেছে চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী ছবি। এই বছর সুনীল বন্দ্যোপাধ্যায় পরিচালিত ছবিটি ৬০ বছর পূর্ণ করল।