‘আন্দাজ আপনা আপনা’ ছবির সিক্যুয়েল দিয়েই হয়ত আবার পর্দায় ফিরতে চলেছেন আমির-সলমন জুটি।
সম্প্রতি, এই ছবির বিষয়ে বলতে গিয়ে ছবির চিত্রনাট্যকার দিলীপ শুক্লা জানিয়েছেন আমির ও সলমন ছাড়া ওই ছবির সিক্যুয়েল সম্ভব নয়। তার পর থেকেই শুরু হয়েছে জল্পনা।
২৫ বছর পর ‘আন্দাজ আপনা আপনা’ ছবির সিক্যুয়ে্লে ফিরতে চলেছেন এই জুটি? এই সিনেমাতেই প্রথম এক সঙ্গে সিলভার স্ক্রিনে দেখা গিয়েছিল।
নব্বইয়ের দশকে যখন রিলিজ হয়েছিল ছবিটি তখন বক্স অফিসে তেমন সাফল্যের মুখ দেখেনি। কিন্তু নজর কেড়েছিল এই দুই অভিনেতার কমেডি অভিনয়। ১৯৯৪ সালে রাজকুমার সন্তোষী ‘আন্দাজ আপনা আপনা’ পরিচালনা করেছিলেন।
ছবির সিক্যুয়েল দেখা যাবে রণবীর সিং এবং বরুণ ধাওয়ানকে। রাজকুমার সন্তোষী এই ছবির পরিচালনা করবেন না। ‘আন্দাজ আপনা আপনা’ ছবির চিত্রনাট্য লিখেছিলেন দিলীপ শুক্লা। সিক্যুয়েল চিত্রনাট্যও তিনিই লিখছেন।
আগের ছবিটির সিক্যুয়েল হলেও দুই ছবির গল্পে কোনও মিল নেই। ‘আন্দাজ আপনা আপনা-২’ ছবির দুই প্রযোজক বিনয় সিনহা এবং প্রীতি সিনহা জানিয়েছেন, এই ছবি আগের ছবির রিমেক নয়। সম্পূর্ণ নতুন গল্প কাজ হবে।
আগের সিনেমায় ছিলেন রবিনা ট্যান্ডন এবং করিশ্মা কাপুর। আন্দাজ আপনা আপনা-২ আর কে কারা থাকবেন তা এখনও চূড়ান্ত হয়নি।