জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯ অনুষ্ঠান উপলক্ষে জিয়ো বাংলার স্টুডিওতে উপস্থিত ছিলেন সালকিয়া কিশোর সংসদ ক্লাবের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের দুই সম্পাদক শ্রী আশিস ব্যানার্জি, শ্রী মনোজ পাল ও এবং ক্লাবের সদস্য শ্রী সুভাষরঞ্জন চক্রবর্তী । পুজোর আড্ডা @জিয়ো বাংলা অনুষ্ঠানে এসে তারা সঞ্চালক রাহুলের সাথে ভাগ করে নিলেন ক্লাব সম্পর্কে নানা তথ্য।
সুবর্ণজয়ন্তী বর্ষে পদার্পন করে কি ভাবনাচিন্তা চলছে জানা গেলো তাও। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এতবছর সাবেকি এবং থিমের মেলবন্ধনে পুজো মণ্ডপ সজ্জিত করলেও এইবছর বড় করে থিম পুজোর আয়োজন করেছে এই ক্লাব। এইবছর এই ক্লাবের থিম হচ্ছে 'হারানো শৈশব'। 'মত্ত স্যান্ডেলউড' ছদ্মনামধারী শিল্পীর হাত ধরেই সেজে উঠতে চলেছে এবছরের মণ্ডপ। শিল্পীর উপর অগাধ ভরসার কথাও জানালেন ক্লাবের সদস্যরা। তারা জানালেন, থিমের সাথে সামঞ্জস্য রেখে ইতিমধ্যেই আবহ সঙ্গীত নিয়ে কাজ শুরু হয়ে গেছে। তারা জানালেন, তাদের ক্লাবের পুজোর বিশেষ আকর্ষণ হচ্ছে পুরাতন রীতিনীতি মেনে করা পুজো। তারা জানান, বাইরে থেকেও প্রচুর মানুষ আসেন তাদের মাতৃ আরাধনা প্রত্যক্ষ করার উদ্দেশ্যে।
সকলের আন্তরিক অংশগ্রহণে এক অন্যমাত্রা পায় তাদের এই পুজো। তারা জানালেন, আগের বছরের তুলনায় যে এইবছর অতিরিক্ত ভিড় হতে চলেছে তা নিয়ে বেশ আশাবাদী তারা। দর্শনার্থীদের নিরাপত্তার জন্য মেডিক্যাল ক্যাম্পের সুবিধা সহ থাকছে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, অষ্টমী এবং নবমী এই দুইদিন মায়ের জন্য ভোগ নিবেদন করা হয়। এরপর বিজয়া সম্মেলনী উপলক্ষে পুজোর পরে একদিন সকলে একত্রিত হয়ে খাওয়াদাওয়ার আয়োজন করা হয় ক্লাবের পক্ষ থেকে। চতুর্থীর দিন উদ্বোধনের পর থেকেই ভিড় শুরু হবে এই ক্লাবে| হারানো শৈশবকে আরেকবার প্রত্যক্ষ করতে চাইলে হাওড়া থেকে যেকোনো বাসে করে পৌঁছে যেতে হবে সীতানাথ বোস লেনে। সেখানে অবস্থিত শিল্পাশ্রম স্কুলের বিপরীত গলি খগেন্দ্রনাথ গাঙ্গুলি লেনে প্রবেশ করলেই দেখা যাবে এই ক্লাবের পূজা মণ্ডপটি।