সলপ মঠবাগান সংঘ | জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯

আজকের দিনে প্লাস্টিক আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি পদার্থ। প্লাস্টিক ছাড়া যেন আধুনিক সমাজ চলতে পারে না। কিন্তু আমরা ভুলে যাই এই প্লাস্টিকই আদতে আমাদের পরিবেশকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছে সংকটের দিকে। আর তাই প্লাস্টিক বর্জনের প্রতি উঠেছে নানা আওয়াজ।

আর এই উদ্যোগকে নিজেদের প্যান্ডেলের মাধ্যমে দেখাতে চলেছে সলপ মঠবাগান সংঘ।‘জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯’-এর পুজোর আড্ডাজিয়ো বাংলাস্টুডিওতে উপস্থিত ছিল সলপ মঠবাগান সংঘ। সঞ্চালক ইকেবানার সাথে নিজেদের পুজো নিয়ে কথা বললেন ক্লাবের সম্পাদক আশিষ মুখার্জি, সহ-সভাপতি চঞ্চল ভট্টাচার্য এবং সদস্য শান্তনু কারার।এই বছর সলপ মঠবাগান সংঘের দুর্গাপুজো ২৭তম বর্ষে পদার্পণ করতে চলেছে। আর এই বছর সম্পূর্ণ প্লাস্টিক বর্জিত প্যান্ডেল তৈরি করতে চলেছে তারা।

এছাড়া প্রতিমা তৈরি হচ্ছে সম্পূর্ণ কাগজ দিয়ে। এই বছর তাদের থিমের নাম ‘মুখোশের অন্তরালে’। মানুষ তার জীবনের প্রতিটি ধাপে যেভাবে মুখোশের আড়ালে নিজেদের আবেগকে লুকিয়ে রাখে, তারই প্রতিরুপ এই থিমে দেখা যাবে।এই বছর চতুর্থীর দিন শুভ উদ্বোধন হতে চলেছে সলপ মঠবাগান সংঘের পুজোর। আর অষ্টমীতে মহাভোগের আয়োজন করতে চলেছে তারা।সলপ মঠবাগান সঙ্ঘে পৌছতে গেলে হাওড়া স্টেশন থেকে আমতা লোকাল ধরে নামতে হবে দানসি স্টেশনে। সেখান থেকে কিছুটা হাটলে পৌছে যাবেন তাদের পুজোমন্ডপে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...