ফের সমস্যায় সইফ আলি খান। এবার বিপদের মুখে তাঁর ১৫ হাজার কোটি টাকার সম্পত্তি। পতৌদি পরিবারের বিশাল পরিমাণ সম্পত্তি রয়েছে ভোপালে, যা পারিবারিকভাবে অভিনেতা সইফ আলি খানের। জানা গিয়েছে, ‘শত্রু সম্পত্তি আইন’-এর মাধ্যমে শীঘ্রই এই সম্পত্তির দখল নিতে পারে মধ্যপ্রদেশ সরকার।
গত বৃহস্পতিবার ভোরে সইফ আলি খান আহত অবস্থায় ভর্তি হয়েছিলেন মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে। তাঁর বাসভবন সৎগুরু শরণ আবাসনে এক অপরিচিত ব্যক্তি আচমকাই হামলা চালায় তাঁর উপর। বর্তমানে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন অভিনেতা। কিন্তু আবারও সম্পত্তি নিয়ে বিপাকে সইফ।
সূত্রের খবর, বিগত কিছুবছর ধরেই ভোপালের এই সম্পত্তি দখল নিয়ে মামলা চলছে। তবে সম্পত্তি দখল নেওয়ার সিদ্ধান্তের উপর ছিল স্থগিতাদেশ। কিন্তু ২০২৪-এর ডিসেম্বরে হাই কোর্টের তরফ থেকে সেই স্থগিতাদেশ তুলে নেওয়া হয়। এই স্থগিতাদেশের মেয়াদ ছিল ১৩ জানুয়ারি পর্যন্ত। ফলে খুব অনায়াসেই এবার মধ্যপ্রদেশ সরকারের পতৌদিদের ১৫ হাজার কোটির সম্পত্তি দখল করতে পারবে। জানা গিয়েছে, ইতিমধ্যে এই জমির ৮০ শতাংশ বিক্রিও হয়ে গিয়েছে।
ভোপালের শেষ নবাব ছিলেন হামিদুল্লাহ খান। সইফ সম্পর্কে তাঁরই প্রপৌত্র। ১৯৫০ সাল থেকে হামিদুল্লাহর কন্যা আবিদা সুলতান পাকাপাকি ভাবে পাকিস্তানে বসবাস শুরু করেন। এর পর থেকে পতৌদি পরিবারের অধিকার ছিল ভোপালের সম্পত্তির উপরে। কিন্তু পরবর্তীকালে এই জমি চলে আসে ‘শত্রু সম্পত্তি আইন’-এর আওতায়। সেই আইনের ভিত্তিতেই মধ্যপ্রদেশ সরকার এই জমি দখল করবে বলে জানা গিয়েছে।