জেরার মুখে পড়ে অবশেষে দোষ স্বীকার করলেন সইফ আলি খান হামলা মামলায় অভিযুক্ত শরিফুল ইসলাম শেহজ়াদ। নিজের বয়ানে তিনি জানান, সইফের উপর তিনি-ই হামলা করেছিলেন।
হাইলাইটসঃ
১। দোষ স্বীকার করলেন সইফ আলি খানের হামলাকারী।
২। মামলায় অভিযুক্ত হয়েছেন শরিফুল ইসলাম শেহজ়াদ।
৩। অভিযুক্তকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ১৬ জানুয়ারি গভীর রাতে নিজ বাসভবনে আক্রান্ত হয়েছিলেন জনপ্রিয় অভিনেতা সইফ আলি খান। সেদিন গভীর রাতে তার বাড়িতে আচমকাই ঢুকেছিলেন এক অনামী ব্যক্তি। অভিনেতাকে সামনে পেয়ে এলোপাতাড়ি ছুরি চালায় সে। এই ঘটনায় আহত হন অভিনেতা। প্রায় আড়াই ঘন্টা অস্ত্রোপচারের পর বর্তমানে তিনি বিপদমুক্ত। এরপরই হামলাকারীকে ধরার জন্য তৎপর হয়ে ওঠে পুলিশ।
রবিবার ভোরে সইফ আলি খানের বাড়ি থেকে ৩৫ কিলোমিটার দূরে ধরা পড়েন হামলাকারী শরিফুল ইসলাম শেহজ়াদ। ওই দিনই তাঁকে বান্দ্রা আদালতে পেশ করা হয়। সূত্রের খবর, দোষ শিকার করে অভিযুক্ত শরিফুল বলেন, তিনিই একাজ করেছেন। তিনি জানতেন না যে, সইফ আলি খানের বাড়িতে চুরি করতে ঢুকেছেন। অভিনেতাকে পর্যন্ত চিনতেন না অভিযুক্ত।
মুম্বই পুলিশের তরফ থেকে জানা গেছে, বৈধ নথিপত্র ছাড়াই শরিফুল গত পাঁচ মাস ধরে এলাকার বিভিন্ন সংস্থায় কাজ করছিলেন। এর মধ্যে রয়েছে ওরলি এবং ঠাণে এলাকার দু'টি রেস্তরাঁ-পাব ও হোটেল। এমনকি, ওরলি এলাকার রেস্তরাঁয় চুরির অভিযোগ উঠেছিল শরিফুলের বিরুদ্ধে। সেই কারণে তাঁর চাকরিও গিয়েছিল গত অগস্টে। শনিবার দুই রেস্তরাঁয় হানা দেয় প্রশাসন। সইফের উপর হামলার ঘটনার সঙ্গে যুক্ত না থাকা সত্ত্বেও ওই দুই রেস্তরাঁ থেকে সরিয়ে দেওয়া হয় পুরনো সাফাইকর্মীদের।
অভিযুক্তকে পাঁচ দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠানোর পাশাপাশি, ঘটনা পুনর্নিমাণেরও নির্দেশ দিয়েছে আদালত। সে ক্ষেত্রে আক্রমণকারীকে ফের পটৌদী প্যালেসে নিয়ে যাবে পুলিশ।